ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ জন্মজয়ন্তী

সুলতানের জীবন ও কর্মকাণ্ড পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি

প্রকাশিত: ০৫:৩৫, ১০ আগস্ট ২০১৬

সুলতানের জীবন ও কর্মকাণ্ড পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ শুধু রং তুলির স্পর্শে তিনি সৌন্দর্য অন্বেষণ করেননি, বাস্তবেও প্রমাণ দিয়েছেন ভালবাসার। তাই ঢাকার ফুটপাথ থেকে দুর্লভ নাগলিঙ্গম বৃক্ষ নিধন হতে দেখে তার চোখ প্লাবিত হয়েছিল। বলতেন, এতো একটি বৃক্ষের নিঃশেষ নয়, গোটা জীবনের পরিসমাপ্তি। সেই মহান মানুষটি হলেন শিল্পী এসএম সুলতান। পুরোনাম শেখ মোহাম্মদ সুলতান। তবে, নড়াইলবাসীর কাছে তিনি ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত। কিন্তু তার এই বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় জীবন এবং কর্মযজ্ঞ এখন পর্যন্ত কোন পাঠ্যপুস্তক বা শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়নি। আজ ১০ আগস্ট বুধবার। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী । এ বছর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন নড়াইলে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শিল্পীর মাজার জিয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, দোয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। শিল্পী জন্মেছিলেন সবুজ স্নিগ্ধতায় ছাওয়া নড়াইলের উপকণ্ঠে। ১৯২৪ সালের ১০ আগস্ট। পিতা ছিলেন সামান্য রাজমিস্ত্রী। সহজ সরল অনাড়ম্বর জীবনের আবহ তাই শিল্পী পেয়েছিলেন শৈশবেই। স্কুলে পড়ার সময় ডাঃ শ্যামা প্রসাদের বক্তৃতাদানরত ছবি একে প্রশংসা পেয়েছিলেন। ১৯৩৮ সালে তিনি কলকাতা যান। ৪১-এ ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। ৪শ’ প্রতিযোগীর মধ্যে ভর্তি পরীক্ষায় অঙ্কনে প্রথম স্থান অধিকার করা শিক্ষা প্রতিষ্ঠানের বাঁধা ধরা গ-ি তার কাছে ছিল আকর্ষণহীন। ৪৩-এ সেখান থেকে পলায়ন। সারা ভারত পরিভ্রমণ। আর এ সময় অজস্র ছবি আঁকার কাজও চলে। ৪৪-এ সিমলায় একক চিত্র প্রদর্শনী। দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীও এখানে ৪৬ সালে। লাহোর ও করাচীতে একক চিত্র প্রদর্শনী ৪৭, ৪৮ এবং ৪৯-এ। করাচীতে ‘ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন’ আয়োজিত (৪৯) ৪৫টি দেশের শিল্পীরা চিত্র প্রদর্শনীতে অংশ নেন। এরমধ্যে শিল্পী সুলতানের ছবি শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত। কিন্তু একদিন সেখানে ৪শ’ ছবি রেখে আবার পৃথিবীর পথে বেরিয়ে পড়া। ১৯৫০ সালে লন্ডন গমন। সেখানে ৪টি একক চিত্র প্রদর্শনীর ব্যবস্থা। এশিয়ার একমাত্র ‘কনটেম্পোয়্যারী মাস্টার’ উপাধিতে ভূষিত আর্ট গ্যালারি এ্যাসোসিয়েশন কর্তৃক। পরের বছর নিউইয়র্কে পাবলো পিকাসো, সালভ্যাদও দালী র‌্যাবেথ ক্লি প্রমুখ শ্রেষ্ঠ শিল্পীদের চিত্রকর্মের সাথে সুলতানের চিত্রকর্ম প্রদর্শনী। দেশে আসেন ১৯৫৩ সালে। নড়াইলে পরের বছর নন্দনকানন আর্ট স্কুলের প্রতিষ্ঠা। ১৯৬৯-এ প্রতিষ্ঠা চারুকলা ইন্সটিটিউটের। যশোরে একাডেমি অব ফাইন আর্টস প্রতিষ্ঠা ১৯৭৩ সালে। বর্তমানে যা চারুপীঠ। বাংলাদেশে ১৯৭৬ সালে ঢাকার শিল্পকলা একাডেমিতে শিল্পী সুলতানের একক চিত্র প্রদর্শনী। ১৯৮১ সালে শিল্পকলা একাডেমির আবাসিক আর্টিস্ট হিসেবে মনোনয়ন। এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল বলেন, শিল্পী সুলতানের জীবন ও কর্মকা- স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করলে নতুন প্রজন্ম সুলতাকে আরও বেশি জানতে পারবে। জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ জানান, এ বছরও শিল্পী সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে নড়াইলের সুলতানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জীবন ও কর্মকা- পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করা যেতে পারে।
×