ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সকল থানায় মামলা তদন্তে সিডিএমএস চালু ১ অক্টোবর থেকে

প্রকাশিত: ০৫:৩৫, ১০ আগস্ট ২০১৬

সকল থানায় মামলা তদন্তে সিডিএমএস চালু ১ অক্টোবর থেকে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ অক্টোবর থেকে দেশের সকল থানায় মামলা তদন্তে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) চালু হচ্ছে। তাতে তদন্তে বিশেষ সাফল্য আসবে। অন্যদিকে জঙ্গীরাও প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। তাদের মোকাবিলা করার জন্য পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব বলেন। মন্ত্রী বলেন, দেশকে জঙ্গী ও সন্ত্রাসবাদ মুক্ত রাখতে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ দেশপ্রেম, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে; যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। জনমনে আস্থাও বেড়েছে। দেশে অবস্থানরত বিদেশীদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। পুলিশ মহাপরিদর্শক বলেন, আগামী ১ অক্টোবর থেকে দেশের সকল থানায় মামলা তদন্তে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এতে সফলতা আসবে। মামলা তদন্তের পাশাপাশি জঙ্গী দমনকে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কমিউনিটি পুলিশিংকে কাজে লাগিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মামলার তদন্ত কার্যক্রম নিয়মিত মনিটরিং করা, থানায় মহিলা ও শিশু হেল্প ডেক্স চালু করাসহ মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ বিদ্যুত ও যোগাযোগ অবকাঠামো নির্মাণস্থলের নিরাপত্তা, বিদেশীদের আবাসস্থল ও তাদের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। ব্লগার হত্যার ১২টি মামলার মধ্যে একটির বিচার হয়েছে। তিনটি বিচারাধীন ও আটটি তদন্তাধীন। সভায় পুলিশ টেলিকম এ্যান্ড ইনফর্মেশন ম্যানেজমেন্টের অতিরিক্ত আইজিপি অমূল্য ভূষন বড়ুয়া, এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স্) মোঃ মোখলেসুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোঃ নজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এ্যান্ড ডেভেলপমেন্ট) ফাতেমা বেগম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×