ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ নেয়ায় বাবার কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৩৫, ১০ আগস্ট ২০১৬

মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ নেয়ায় বাবার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের গোয়াইনঘাটে দশম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন করায় ছাত্রীর বাবাকে ১৫ দিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামাদুমকা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাছিমা বেগমকে পার্শ্ববর্তী যাত্রাভাগ গ্রামের মাওলানা সামছুল ইসলামের সঙ্গে বিয়ে দেয়ার জন্য বুধবার তারিখ নির্ধারণ করেন তার পিতা চেরাগ আলী। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্য বিবাহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে মেয়ের অপ্রাপ্ত বয়সের বিষয়ে সত্যতা পাওয়ার পর ঘটনাস্থলেই কনের পিতা চেরাগ আলীকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়।
×