ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ১০ আগস্ট ২০১৬

কুড়িগ্রাম সীমান্তে  বিএসএফের  গুলিতে বাংলাদেশী  নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলিবর্ষণে নুরুল আমিন(৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাঁতভাঙ্গা বিওপি কমান্ডারআঃ আজিজ জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে সোমবার শেষ রাতে ১০-১৫ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির পুত্র দিনমজুর নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশ বাড়ি নিয়ে আসা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। তিন নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, তার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।
×