ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশানে আজ থেকে চালু হচ্ছে সার্কুলার বাস, বিশেষ রিক্সা সার্ভিস

প্রকাশিত: ০৫:৩৩, ১০ আগস্ট ২০১৬

গুলশানে আজ থেকে চালু হচ্ছে সার্কুলার বাস, বিশেষ রিক্সা সার্ভিস

স্টাফ রিপোর্টার ॥ আজ থেকে রাজধানীর অভিজাত এলাকা বলে খ্যাত গুলশানে সার্কুলার বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ ও বিশেষ রিক্সা সার্ভিস চালু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনসহ কূটনৈতিক এলাকাকে নিরাপদ করার পাশপাশি এই এলাকায় বসবাসকারী এবং যাতায়াতকারী যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা প্রদান করতেই এসব সার্ভিস চালু করছে ডিএনসিসি। সেবাদানকারী সংস্থাটির মেয়র আনিসুল হক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। জনপ্রতি ১৫ টাকা ভাড়ায় প্রতি ১০ মিনিট পরপর যাত্রী নিয়ে এসব বাস চলাচল করবে। প্রাথমিকভাবে ২০ টি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হবে। এছাড়া এ এলাকায় রিক্সা চলবে মোট ৫ শ’। যেগুলো হবে রেজিস্ট্রেশন করা। তবে প্রাপ্তবয়স্ক দুজনের বেশি যাত্রী এসব রিক্সায় বহন করা যাবে না। বাসের চালক ও সহযোগীর পাশপাশি প্রতিটি রিক্সা চালকের গলায় ঝোলানো থাকবে নির্ধারিত পরিচয়পত্র। বুধবার সকাল ১০ টায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিশেষ সার্ভিস দুটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গী হামলার কয়েকদিন পর থেকেই নিরাপত্তার স্বার্থে এই এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস বন্ধ করে দেয় পুলিশ। এরপর গুলশানে বসবাসকারী নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য ডিএনসিসি এই বিশেষ পরিবহন সার্ভিস চালু করছে। সূত্র জানায়, ডিএনসিসির সার্বিক তত্ত্বাবধানে ডিএমপির সহায়তায় ও গুলশান, বারিধারা,বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে এসব বাস ও রিক্সা সার্ভিস পরিচালিত হবে। এসব বাস দুটি রোডে চলাচল করবে। কাকলী মোড় থেকে গুলশান ২ নম্বর গোল চক্কর হয়ে মাদানী রোড পর্যন্ত (মার্কিন দূতাবাস) চলাচল করবে। অপরটি হাতিঝিলের শেষ মাথায় গুলশান ১ নং এলাকায় অবস্থিত কনকর্ড পুলিশ প্লাজার সামনে গুলশান ১ নং গোল চক্কর হয়ে গুলশান ২ নম্বর গোল চক্কর পর্যন্ত এসে থামবে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব বাসের ভাড়া ১৫ টাকা রাখা হবে। প্রতি দশ মিনিট পরপর এসব বাস ছাড়বে বলে যাত্রীদের পরিবহনের জন্য কোন প্রকার কষ্ট করতে হবে না। জানা গেছে, যাত্রী বহনকারী রিক্সাগুলো গুলশানের নির্ধারিত এলাকায় চলাচল করবে। প্রতিটি রিক্সাচালকের গলায় ঝোলানো থাকবে পরিচয়পত্র। এছাড়া থাকবে নির্ধারিত ইউনিফর্ম। গুলশান সোসাইটি প্রদত্ত পরিচয়পত্র ও ইউনিফর্ম ছাড়া কোন রিক্সা চালককে রিক্সা চালাতে দেয়া হবে না। যাত্রী সংগ্রহের জন্য এসব রিক্সাকে শুধু নির্ধারিত স্ট্যান্ডে থাকতে হবে। সারিবদ্ধভাবে এক লাইনে এসব রিক্সা দাঁড়াতে হবে। যাত্রী নিতে একাধিক লাইন বা কোন প্রকার জটলা সৃষ্টি করতে পারবে না। যাত্রী বহনে কোন রিক্সাচালকই যাত্রীকে কোন প্রকার অস্বীকৃতি জানাতে পারবে না। সব যাত্রীকেই বহন করতে বাধ্য হবেন। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চলাচলের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিয়েছে। এছাড়া সকল নিয়ম রিক্সার পেছনের সাইনবোর্ডে লিখিত আকারে সাঁটিয়ে দেয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক দুজনের বেশি যাত্রী এসব রিক্সায় বহন করা যাবে না। যাত্রী ও রিক্সা চালকদের সন্দেহজনক কোন বস্তু বা ব্যক্তিকে দেখলে সঙ্গে সঙ্গেই হটলাইন ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে ফোন করে জানাতে হবে। রিক্সাচালকদের যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। জানা গেছে, গুলশান ১ নং গোল চক্কর রোড নং ১ থেকে ১৪ নম্বর রোড পর্যন্ত ১৫ টাকা ভাড়া প্রদান করতে হবে। এছাড়া গুলশান ১ নং থেকে বনানী চেয়ারম্যানবাড়ি পর্যন্ত ৪০ টাকা রিক্সা ভাড়া পরিশোধ করতে হবে। এর বাইরের বিভিন্ন স্থানের জন্য রিক্সার পেছনেই নির্ধারিত ভাড়া পরিশোধের তালিকা দেয়া থাকবে। যা দেখে যাত্রীগণ ভাড়া পরিশোধ করবেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জনকণ্ঠকে বলেন, কূটনৈতিক এলাকা গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পাশপাশি এসব এলাকায় বসবাসরত নাগরিক ও যাতায়াতকারীর সুবিধার্থে আমরা সার্কুলার বাস ও রিক্সা সার্ভিস চালু করছি। প্রাথমিকভাবে দুটি রোডে ২০ টি বাস ও ৫ শ’ রিক্সা দিয়ে সার্ভিসটি চালু করছি। পরবর্তীতে চাহিদা অনুযায়ী এ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। প্রতি ১০ মিনিট পরপরই যাত্রী নিয়ে বাস ছাড়বে। নির্দিষ্ট রঙের আর নির্দিষ্ট স্থানে থামানো ও যাতায়াতের জন্য এসব বাস ও রিক্সার ভাড়া নির্ধারণ করে দেয়া হবে। আশা করি, এ সার্ভিস চালু হলে নাগরিকদের যাতায়াতে অনেক সুবিধা হবে। তবে এজন্য সকল নাগরিককে সহায়তা করতে হবে। তবেই এর সুফল মিলবে। বুধবার সার্ভিসটির উদ্বোধন করা হবে।
×