ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রদল নেতা কারাগারে

নাটোরে জামায়াতের আমির, রাজশাহীতে শিবিরসহ গ্রেফতার ৪৭

প্রকাশিত: ০৫:৩১, ১০ আগস্ট ২০১৬

নাটোরে জামায়াতের  আমির, রাজশাহীতে শিবিরসহ গ্রেফতার ৪৭

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নাটোরে গ্রেফতার করা হয়েছে নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফকে। এছাড়া, নাশকতার দু’টি মামলায় নড়াইলে ছাত্রদলের সভাপতিকে কারাগারে পাঠানো হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো। রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। একই অভিযানে ৪২ পিস ইয়াবা, ২৬ পিস প্যাথেডিন, ১৫ গ্রাম হেরোইন, ৬ বোতল ফেনসিডিল ও ৩০ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানান, বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১১ জন, রাজপাড়া থানা পুলিশ ১৬ জন, মতিহার থানা পুলিশ ১৩ জন, শাহমখদুম থানা পাঁচজন ও নগর গোয়েন্দা পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাত জন মাদক বিক্রেতা, ২০ জন মাদকসেবী ও তিন জন জামায়াত-শিবিরের কর্মী। গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের কর্মীরা হলো নগরীর বালিয়াপুকুর এলাকার এশার উদ্দিন শেখের ছেলে মনিরুজ্জামান (৬৪), পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে নূর আলম (২১) এবং পাবনার সাঁথিয়া উপজেলার ডোহরজানি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে হাফিজুর রহমান (২৩)। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাটোর ॥ বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রউফ মৃত জালাল উদ্দিনের ছেলে। নড়াইল ॥ নাশকতার দু’টি মামলায় ছাত্রদলের জেলা সভাপতি শাহরিয়ার রিজভী ও ছাত্রদল নেতা কবির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে ছাত্রদলের দুই নেতাকে কারাগার প্রেরণ করা হয়। দুপচাঁচিয়ায় যুবদল নেতাসহ গ্রেফতার ২ ॥ বাংলা নিউজ জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিহাদী বইসহ ৫ শিবির কর্মী গ্রেফতার ॥ স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানান, দক্ষিণ সুরমার কামালবাজার থেকে মঙ্গলবার বিকেলে জিহাদী বইসহ ৫ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
×