ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মায় তীব্র স্রোত, তিন ফেরিঘাট বন্ধ ॥ দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৫:৩০, ১০ আগস্ট ২০১৬

পদ্মায় তীব্র স্রোত, তিন ফেরিঘাট বন্ধ ॥ দুর্ভোগ চরমে

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ঘাটে ফেরি ভেড়ানো যাচ্ছে না। ফলে ৪টি ফেরিঘাটের মধ্যে তিনটিই বন্ধ রয়েছে। এদিকে, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। কারণ, তীব্র নাব্য সঙ্কটে এই রুটে ফেরি চলছে স্বল্পসংখ্যক গাড়ি নিয়ে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের পাঠানো। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর পানি কমলেও ৪টি ফেরিঘাটের মধ্যে তীব্র স্রোতের কারণে এখনও ৩টি ঘাট বন্ধ রয়েছে। চলতি বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র স্রোত এবং ভাঙ্গন দেখা দেয়ায় ৪টি ফেরি ঘাটের মধ্যে ৩টি ঘাটই নষ্ট হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপারে অচলবস্থা সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, বন্ধ থাকা ৩টি ঘাটের মধ্যে সোমবার রাতে ২ নম্বর ফেরিঘাটটি মেরামত করে যানবাহন পারাপারের উপযোগী করা হলেও তীব্র স্রোতের কারণে এ ঘাটটিতে ফেরি লাগানো সম্ভব হচ্ছে না। ঐ রাতেই যানবাহন পারের জন্য এ ঘাটটিতে ফেরি লাগানো হলে পরপর ২বার ফেরির রশি ছিঁড়ে যাওয়ায় ঘাটটি বন্ধ রাখা হয়। তিনি আরও জানান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্ব¡াবধানে ৪ নম্বর ফেরিঘাটটির এ্যাপ্রোচ সড়কের মেরামত কাজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গত ২দিন ঘাটে কোন যাত্রীবাহী পরিবহন না এলেও বর্তমানে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। তবে ছোট গাড়িগুলোকে নদী পারাপার করতে কোন সমস্যা হচ্ছে না। চলমান ৩ নম্বর ফেরিঘাটটি দিয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ছোট ফেরির মাধ্যমে ৮টি ট্রিপে ২২৬টি মাইক্রো, প্রাইভেটকার ও এ্যাম্বুলেন্স পার করা হয়েছে। মুন্সীগঞ্জ ॥ নাব্য সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিটি ফেরিই এক ঘণ্টারও অধিক অতিরিক্ত সময় নিয়ে গন্তব্যে পৌঁছছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ও পদ্মা নদীর তীব্র স্র্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার অতিরিক্ত যানবাহনের চাপে যাত্রীদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। একই সাথে নাব্য সংকটের কারণে ফেরিগুলো চলছে স্বল্পসংখ্যক গাড়ি নিয়ে। সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় উভয় দিকেই পারাপারের অপেক্ষায় থাকা যানের সংখা বাড়ছিল।
×