ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র ও কৃষক লীগ নেতা হত্যার দায়ে ১২ আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:২৯, ১০ আগস্ট ২০১৬

স্কুলছাত্র ও কৃষক লীগ নেতা  হত্যার দায়ে ১২  আসামির  ফাঁসি

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর ও চাঁদপুরে দুটি পৃথক হত্যা মামলার রায়ে মোট ১২ আসামির ফাঁসির রায় এবং ইউপি সদস্যাসহ তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে সংশ্লিষ্ট আদালত। স্কুলছাত্র হত্যার দায়ে গাজীপুরে ৬ আসামির ফাঁসি ও ইউপি সদস্যাসহ তিন জনের যাবজ্জীবন কারাদ- এবং চাঁদপুর কৃষকলীগ নেতা অলিউল্লাহ হত্যা মামলার রায়ে পলাতক ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল। খবর স্টাফ রিপোর্টাদের পাঠানো। গাজীপুরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রকে হত্যার দায়ে ৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং এক ইউপি সদস্যা ও তার স্বামী-ভাইসহ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া মঙ্গলবার বিকেলে এ রায় প্রদান করেন। ফাঁসির দ-প্রাপ্তরা হলোÑ গাজীপুর জেলার কাপাসিয়া থানার ঘাগুটিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম, একই এলাকার সামসুদ্দিন শেখের ছেলে আনার হোসেন ও আলম শেখ এবং নিজাম উদ্দিন শেখের ছেলে সেলিম, বাশির উদ্দিন শেখের ছেলে নয়ন। এছাড়া যাবজ্জীবন কারাদ-ে দ-প্রাপ্তরা হলোÑ একই এলাকার মৃত হাসেম আলী শেখের মেয়ে ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আনোয়ারা বেগম ও তার স্বামী মৃত আবু সাইদের ছেলে আব্দুল মোতালেব এবং আনোয়ারা বেগমের ভাই শেখ সামসুদ্দিন। দ-প্রাপ্তরা সবাই পরস্পরের আত্মীয়। চট্টগ্রাম ॥ চাঁদপুরের কৃষকলীগ নেতা চাঞ্চল্যকর অলিউল্লাহ মৃধা হত্যা মামলার বিচারে ৬ জনকে মৃত্যুদ-ে দ-িত করা হয়েছে। পাশাপাশি দ-িতদের ৫ হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মুহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। ফাঁসির দ-িতরা হলোÑ আবদুল হামিদ মৃধা, আবদুল কাদের মৃধা, হারুন মৃধা, মেহেদী হাসান ওরফে সাকিল, মোঃ গৌরব এবং নাজমুল হাসান ওরফে শারফিন। প্রথমোক্ত তিনজন নিহত অলিউল্লাহ মৃধার ভাতিজা। এরা সবাই পলাতক। এছাড়া এ মামলায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তারা হলো আখতার হোসেন, মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন ও আবু তাহের।
×