ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিউচ্যুয়াল ফান্ডের টাকা মুরগির খোঁয়াড়ে বিনিয়োগ ॥ রকিবুর

প্রকাশিত: ০৪:৪১, ১০ আগস্ট ২০১৬

মিউচ্যুয়াল ফান্ডের টাকা মুরগির খোঁয়াড়ে বিনিয়োগ ॥ রকিবুর

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিউচ্যুয়াল ফান্ডের টাকা মুরগির খোয়াড়ে বিনিয়োগ করা হয়েছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান। মিউচ্যুয়াল ফান্ডের বর্তমান বেহাল দশার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘ইজি ইনভেস্টমেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রকিবুর রহমান এ মন্তব্য করেন। রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে ১০-১৫টি ভাল কোম্পানি দিয়ে হবে না। আরও অনেক ভাল কোম্পানি আনতে হবে। ডিএসইর আরেক সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ২০০৯-১০ সালে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করে লোকসান করেছে। যাদের অনেকের জ্ঞানের অভাব ছিল। যে কারণে তাদের মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু এই খাতে ৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হলেও ফল আসেনি। ডিএসইর সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী বলেন, শেয়ারবাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমেজ সঙ্কট। কিছু সরকারী প্রতিষ্ঠান শেয়ারবাজারের ইমেজ নষ্ট করেছে। এর মধ্যে রয়েছে তিতাস গ্যাস ইস্যুতে এনার্জি রেগুলেটরি কমিশন ও শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের এমডি আরিফ খান, ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান, শাকিল রিজভী, সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী, মিনহাজ মান্নান উপস্থিত ছিলেন।
×