ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

প্রকাশিত: ০৪:৪১, ১০ আগস্ট ২০১৬

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে প্রধান সূচক ১ পয়েন্ট করে কমেছে। তবে এ দিন ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮০ কোটি ১৩ লাখ টাকা। এর আগে গত সোমবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ৮১ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ০৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ২৪ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ২ দশমিক ৬১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং কোন পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডিবিএইচ, তিতাস গ্যাস, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, আইপিডিসি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং একমি ল্যাবরেটরিজ। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ০৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে মাত্র ৫৬ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং কোন পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, প্রিমিয়ার সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ফোন, বিএসআরএম স্টিল, একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডিবিএইচ এবং মবিল যমুনা।
×