ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানী বিজ্ঞানীর ফাঁসি হিলারিকে দায়ী করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:৪০, ১০ আগস্ট ২০১৬

ইরানী বিজ্ঞানীর ফাঁসি হিলারিকে দায়ী  করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানী বিজ্ঞানীর মৃত্যুদ- কার্যকর হওয়ার ঘটনা তেহরান থেকে মার্কিন নির্বাচনী প্রচার অভিযানেও প্রভাব ফেলেছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পসহ সমালোচকরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন, কারণ হিলারি ঐ বিজ্ঞানী শাহরান আমিরির কথা উল্লেখ করা ই-মেইলগুলো তার বিতর্কিত ব্যক্তিগত ই-মেইল সার্ভারে গ্রহণ করেছিলেন। খবর সিএনএনের। ট্রাম্প মঙ্গলবার আমিরির মৃত্যুর সঙ্গে হিলারির কার্যকলাপকে সম্পৃত্ত করতে সোমবার টুইটার ব্যবহার করেন। এতে তিনি লেখেন, অনেকেই বলাবলি করছেন, যে বিজ্ঞানী যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিরেন, তাকে ইরানীরা হিলারি ক্লিনটনের হ্যাক্ড হওয়া ইমেইলগুলোর কারণেই হত্যা করেছে। হিলারির প্রচার শিবির সোমবার ট্রাম্পের টুইটের আগেই এক বিবৃতি প্রচার করে হিলারিকে আক্রমণ করতে ক্রমশ বেসামাল উক্তি করার দায়ে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থীকে অভিযুক্ত করেন। বিবৃত্তিতে বলা হয়, আমেরিকান জনগণের জন্য তাদের কোন ধ্যানধারণা নেই বলে তারা উদ্ভব অভিযোগ আনছে।
×