ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেন পরমাণু প্রকল্প স্থগিত করায় চীনের ক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৯, ১০ আগস্ট ২০১৬

ব্রিটেন পরমাণু প্রকল্প  স্থগিত করায় চীনের  ক্ষোভ

ব্রিটেনে হিঙ্কলে পয়েন্ট পরমাণু বিদ্যুত কেন্দ্রের কাজ বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে প্রকল্পে চীনের অংশগ্রহণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর পিছিয়ে দিয়েছেন। গত মাসের ২৮ তারিখ এই সম্পর্কিত চুক্তিটি হওয়ার কথা ছিল। ১ হাজার ৮শ’ কোটি পাউন্ডের ওই প্রকল্পে চীনের প্রায় এক-তৃতীয়াংশ অর্থায়নের কথা রয়েছে। খবর বিবিসির। প্রকল্পে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর পিছিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক এখন এক ‘সন্ধিক্ষণে’ এসে দাঁড়িয়েছে বলে মনে করেন ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং। ফিনান্সিয়ার এক্সপ্রেস পত্রিকায় লেখা এক নিবন্ধে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি প্রকল্পটি আদৌ অনুমোদন না করে তবে দুই দেশের মধ্যে ‘পারস্পরিক আস্থা’র যে সম্পর্ক রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। জিয়াওমিং লেখেন, পরমাণু বিদ্যুত কেন্দ্রটি হলে ব্রিটেন ও চীন উভয় দেশ উপকৃত হতো। ব্রিটেনে অভ্যন্তরীণ বিদ্যুত উৎপাদন বাড়ত। অন্যদিকে চীনে এ বিষয়ে নিজেদের প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে পারত। তার মতে, প্রকল্পটির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু ব্রিটেন যদি বিষয়টি এভাবে না দেখে তবে দুই দেশের পারস্পরিক আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
×