ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা কলেজের ছাত্র ইফতি হত্যার বিচার দাবিতে মিছিল

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৩, ১০ আগস্ট ২০১৬

টুকরো খবর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ আগস্ট ॥ নেত্রকোনা সরকারী কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মির্জা আজিজ আমান ইফতি হত্যায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল হয়েছে। নিহত ইফতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করে। এতে ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। এর আগে ইফতির বাবা মির্জা আজিজুর রহমান হাবলুসহ ছাত্রলীগের জেলা, সদর উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা ইফতি হত্যার স্থানে নির্মিত ‘ইফতি চত্বর’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। সাপের কামড়ে ভাই বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৯ আগস্ট॥ কেশবপুরের হাড়িয়াঘোপ গ্রামে সাপের কামড়ে আপন ভাই-বোনের মৃত্যু ঘটেছে। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের বিষধর সাপ কামড় দেয়। মঙ্গলবার সকালে তারা মারা যায়। নিহতরা হলো আব্দুস সালাম (৮) ও আছিয়া খাতুন (১২)। তাদের বাবার নাম রেজওয়ান খান। জানা যায়, আব্দুস সালাম ও আছিয়া রাতে এক জায়গায় ঘুমিয়ে ছিল। রাত তিনটার সময় আছিয়া বাবা-মাকে জানায় তাকে সাপে কামড় দিয়েছে। স্কুলছাত্র রাহাত হত্যার রায় দ্রুত কার্যকর দাবি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ আগস্ট ॥ শেরপুরে চাঞ্চল্যকর শিশু আরাফাত ইসলাম রাহাত হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। স্কুলছাত্র রাহাত হত্যার বর্ষপূর্তিতে সোমবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়োজিত ‘রাহাত হত্যা ও শিশু নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা ওই দাবি জানান। আলোচনা সভায় সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী জেলা সেক্রেটারি এসএম আবু হান্নান, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২ আগস্ট শিশু রাহাতকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলা টিপে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেয়া হয়। মাদকসহ গ্রেফতার চার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় ৬০ বোতল ফেন্সিডিলসহ তিন নারী ও গোদাগাড়ীতে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বাঘা উপজেলার সদরের বাস টার্মিনাল এলাকা থেকে থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এদের বাড়ি পাবনা সদর থানার বাংলাবাজার এলাকার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে। এদিকে গোদাগাড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ ইকবাল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মহিষালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। চোলাই মদসহ গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৯ আগস্ট ॥ সোমবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০৫ লিটার চোলাই মদ, গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি। আটকরা হলোÑ আলম প্রকাশ বাহাদুর, মাহাবুব আলম, আজিজুল হক ও বাবু শীলকে গ্রেফতার করে। অদম্য মেধাবীকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ আগস্ট ॥ আর্থিক সীমাবদ্ধতা ও পিতৃহীন অবস্থায় মেধার প্রতিফলন ঘটিয়ে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে সর্বোচ্চ স্থান লাভ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করায় জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধিত করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিসি সাবিনা আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামশেদ বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডিসি (রাজস্ব) রোকন উদ্দিন, এডিসি (সার্বিক) শফিউল আলম, এডিএম এমরান হোসেন, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। ৯ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পুলিশী অভিযানে প্রায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরিচালনা করা হয় বিশেষ অভিযান। এতে বিভিন্ন অপরাধে মোট ৬৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পানি পানে মাদ্রাসার ১০ শিক্ষার্থী অসুস্থ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে মসজিদের ট্যাঙ্কের পানি পান করে মাদ্রাসার ১০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রিশিকুল ইউনিয়নের কুন্দলিয়া জামে মসজিদের পানির ট্যাঙ্কে কীটনাশক দেয়া হয়েছিল বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন। হাসপাতালে ভর্তি অসুস্থরা হলেনÑ কুন্দলিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী বিপ্লব, নাইম ইসলাম, মিফতাহুল জান্নাত, আক্তার রহমান, শাহাদাৎ, সিফাত, সাব্বির, সাহাবুদ্দিন। সোমবার রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। স্বেচ্ছায় ছাত্রলীগ নেতার পদত্যাগ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলার কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ করে একই কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফ অভিযোগ করেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জামাতপুষ্ট, অছাত্র, চাঁদাবাজ, প্রকাশ্যে ঘের দখল এবং অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে তারা নৌকা প্রতীকের সমর্থকদের প্রকাশ্যে মারধর, ভয়ভীতি, হুমকি, বাড়িছাড়া করতে বাধ্য করেছিল। এ বিষয়ে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সাইফ যে সব অভিযোগ করেছে তা সবই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
×