ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:৩২, ১০ আগস্ট ২০১৬

চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৯ আগস্ট ॥ চাঁদার দাবিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি লাল পতাকার সদস্যরা নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি দিয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আলমগীর হোসেন জানান, তার ভগ্নিপতি ডাঃ আতিয়ার রহমান ভালাইপুর মোড়ের আসমানখালী রোডে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এরই মধ্যে ৫ ও ৬ আগস্ট তার মোবাইল ০১৭০০৯৩৮১৬৫ নম্বর থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি লাল পতাকার লোক পরিচয় দিয়ে ফোন করে। তারা বলেছে আমাদের পার্টির ছেলেদের কিছু টাকাপয়সা দিতে হবে। এর ২ দিন পর সোমবার গভীর রাতে ১০-১২ মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নির্মাণাধীন ওই ভবনে প্রবেশ করে। তারা সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ধারালো অস্ত্র ধরে হত্যার হুমকি দেয়। দুর্বৃত্তরা যাবার সময় বলে তোদের মালিককে চাঁদার টাকা পরিশোধ করতে বলবি। তা না হলে তোদের হত্যা করা হবে।
×