ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজকর্মে ভাটা

রাজশাহীতে গণছুটিতে বিউবো কর্মকর্তা-কর্মচারী

প্রকাশিত: ০৪:৩১, ১০ আগস্ট ২০১৬

রাজশাহীতে গণছুটিতে বিউবো কর্মকর্তা-কর্মচারী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিদ্যুত উন্নয়ন বোর্ড রাজশাহী-রংপুর নিয়ে গঠিত ‘নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ বাতিলের একদফা দাবিতে গণছুটির নোটিস দিয়ে আন্দোলনে নেমেছে বিউবো কর্মকর্তা কর্মচারীরা। ফলে কাজকর্মে ভাটা করেছে বিউবোর বিভিন্ন দফতরে। মঙ্গলবার একযোগে তিনদিনের গণছুটির ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। বিউবো রাজশাহী অফিসের ডিভিশন-৪ এর কর্মচারী মঞ্জুর আহম্মেদ জানান, সকাল থেকে ৫শ’র বেশি কর্মকর্তা ও কর্মচারী ছুটির দরখাস্তে স্বাক্ষর করেছেন। এরপরে তারা অফিসে অবস্থান করলেও কেউ কোন কাজে অংশ নেয়নি। আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ আন্দোলন চলবে। এরপর তাদের একদফা দাবি না মানা হলে আরও বড় আন্দোলন কর্মসূচীর ডাক দেবেন। আন্দোলনরত কর্মচারীরা বলেন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের একজন কর্মীর জীবন থাকতে বিদ্যুত উন্নয়ন বোর্ডকে কোম্পানি করতে দেয়া হবে না। আন্দোলনের কারণে রাজশাহী বিদ্যুত উন্নয়ন বোর্ডে কোন দফতরেই কাজকর্ম হয়নি। পার্বতীপুর নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, বিদ্যুত উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে পার্বতীপুরের পিডিবিসহ বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের ৪ শতাধিক শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী গণছুটি কর্মসূচী পালন করছেন। চলমান আন্দোলনের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী গণছুটির আবেদন দিয়ে এ কর্মসূচী শুরু করেন । চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত । বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জিললুর রহমান বলেন, পিডিবিকে কোম্পানি করা হলে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হবে। পাশাপাশি বেকার হয়ে পড়বে বিদ্যুত বিভাগের কয়েক হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী। আগামী ১৬ আগস্টের মধ্যে চুক্তি বাতিল করা না হলে আমরা কাজ করব না।
×