ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে বাড়ি দোকান ভাংচুর লুট ॥ আহত ৪

প্রকাশিত: ০৪:৩০, ১০ আগস্ট ২০১৬

চাঁদা না পেয়ে বাড়ি দোকান ভাংচুর লুট ॥ আহত ৪

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় চাঁদাবাজরা ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা একই পরিবারে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। সোমবার রাতে উপজেলার টেক বলাইখা এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী মকবুল হোসেন জানান, তিনি টেকবলাইখা এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। বেশ কয়েক দিন ধরেই স্থানীয় চাঁদাবাজ রমজান, রনি, মাসুদ, বিজয়, নুর আলম ব্যবসায়ী মকবুল হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে হুঁশিয়ারি দেয় চাঁদাবাজরা। সোমবার রাতে উল্লিখিত চাঁদাবাজসহ সহযোগী আকিব, সোহেল, রাব্বি, মাছুম, জাহিদুল, নাঈম, বাবু, মোশারফ, আলামিনসহ আরও ৫/৭ জনের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মকবুল হোসেনের মুদিমনোহরী দোকানে গিয়ে ফের দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মুদিমনোহরী দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। পরে বসতবাড়িতে প্রবেশ করে সেখানেও হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় প্রতিবাদ করায় ব্যবসায়ী মকবুল হোসেনসহ, চাচা তো ভাই রাসেল, ভাতিজা মাসুম, আপন ভাই বাবুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
×