ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

প্রকাশিত: ০৪:৩০, ১০ আগস্ট ২০১৬

পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ  আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ আগস্ট ॥ পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’চাচাত ভাইয়ের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সুমন, রাজু ও মোমিন নামের ৩ যুবককে আটক করেছে। সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা জানান, প্রতাপপুর গ্রামের দুই চাচাত ভাই শান্ত মালিথা ও রান্নু মালিথার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ লাঠিসোটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে - নান্নু মালিথা, সাহানা, লাকী, রোজিনা, পান্না, গাফ্ফার, দেলোয়ার, অমিত, আরজু, মান্নান, রেজা, রাজ্জাক, সুমন, ডলি, কল্পনাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা সেবা নিচ্ছে।
×