ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুমকির মুখে তীর সংরক্ষণ বাঁধসহ জনপদ

চাঁপাইয়ে পদ্মার ভাঙন

প্রকাশিত: ০৪:২৯, ১০ আগস্ট ২০১৬

চাঁপাইয়ে পদ্মার ভাঙন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ উজান থেকে আসা পানি আছড়ে পড়েছে বামতীর সংরক্ষণ প্রকল্প সহ একাধিক জনপদে। পদ্মার এই ভয়াল ঘূর্ণায়ণ রুপ সৃষ্টিতে শক্তি যোগান দিচ্ছে উজানের ভিন্ন দেশের একটি বড় বাধ। তারা তাদের বর্ষা ও বন্যা এড়াতে এই সময়ে একাধিক গেট খুলে দিলে পদ্মা ভয়াল রুপ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এলাকাকে গ্রাস করে থাকে। কারণ এখান থেকে বড় বাধের দূরত্ব মাত্র ১২ থেকে ১৬ কিলোমিটারের মধ্যে। তারপর মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়াতে প্রবেশ করা মাত্র আঘাত হানতে থাকে পদ্মার বামতীরে। যার কারণে কয়েক বছর আগে ১১০ কোটি টাকা ব্যয়ের একাধিক স্পার গুড়িয়ে দিয়ে সরাসরি আঘাত হানে সদর উপজেলার সুন্দরপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নে। তড়িঘড়ি নদী গবেষণা কর্তৃপক্ষ নক্সা পরিবর্তন করে ২১৪ কোটি টাকা ব্যয়ে পদ্মার বাম তীর সংরক্ষণ বাধ তৈরী করে। এমনকি ১০ নং বাঁধের শেষ মাথা হতে ভাটিতে ভাঙ্গন দেখা দিলে পাউবো দিশেহারা হয়ে পড়ে। এবারও পাউবো শুকনো মৌসুমে ৩ কোটি টাকা ব্যয়ে বাধের ৬টি ক্ষতিগ্রস্থ এলাকা সংস্কার করে সামাল দেবার চেষ্টা করেছিল। ১০নং বাঁধের শেষ মাথা হতে আরও ২২শ’ মিটার দীর্ঘ বাধ নির্মানে প্রকল্প জমা দিলে বর্ষা নেমে আসে। এবার পদ্মা আরও ভয়াল রুপনিয়ে প্রায় তিনশত কোটি টাকার প্রকল্প গ্রাস করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যেই চরবাগডাঙ্গা ইউনিয়নের রোড় পাড়া, বাখের আলী, সুন্দরপুর, চন্দ্রনারায়নপুর ও নারায়নপুরের আলিমনগর এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এলাকাবাসী জানান রোডপাড়া, ফাটাপাড়া, মোড়লপাড়া, চাকপাড়া, মালবাগডাঙ্গা ও ফাটাপাড়াসহ পুরো বামতীর সংরক্ষণ প্রকল্প বড় ধরনের হুমকির মুখে পড়েছে। যে কোন মূহুর্তে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিজিবি ক্যাম্পসহ ৪/৫টি ইউনিয়ন মিলিয়ে কয়েক হাজার আমবাগান ও ফসলের জমি পদ্মার গহব্বরে চলে যেতে পারে।
×