ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়ায় বিক্ষোভে গুলি ॥ নিহত ১০০

প্রকাশিত: ০৯:৩০, ৯ আগস্ট ২০১৬

ইথিওপিয়ায় বিক্ষোভে গুলি ॥ নিহত ১০০

জনকণ্ঠ ডেস্ক ॥ ইথিওপিয়ায় বিক্ষোভকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে বলে জানায় এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার এই গ্রুপটি জানায়, সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে বাহির দার এলাকায়। সেখানে রবিবার সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়। তবে কর্তৃপক্ষ জানায়, বাহির দারে বিক্ষোভের সময় সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। গত কিছুদিন ধরে ইথিওপিয়ায় বিক্ষোভ করে আসছে দেশটির জনগণ। ওরোমা এবং আমহারা এলাকার জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত বলে অভিযোগ করে আসছে। এ্যামনেস্টি জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালালে ওরোমো অঞ্চলের বিভিন্ন শহরে কমপক্ষে ৬৭ জন নিহত হয়। রবিবার বাহির দার এবং ওরোমো অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। বিরোধী কর্মীরাও নিহতের ব্যাপারে একই সংখ্যার কথা জানায়। খবর বিবিসি অনলাইনের।
×