ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাহনীকে রুখে দিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৬:৪০, ৯ আগস্ট ২০১৬

আবাহনীকে রুখে দিয়ে শীর্ষে মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ কি যে হয়েছে, ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবল আসর যেন প্রিমিয়ার ‘ড্র’ লীগ ফুটবলে পরিণত হয়েছে। সোমবার পর্যন্ত খেলা হয়েছে ২২টি। এর মধ্যে ড্র-ই হয়েছে অর্ধেক ম্যাচ (১১টি)! এখানেই শেষ নয়, এই ড্র হওয়া ম্যাচগুলোর ৯টিরই স্কোরলাইন ১-১! সোমবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচেও ওই স্কোর লাইনে ঢাকা আবাহনী লিমিটেড ড্র করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো মুক্তিযোদ্ধা। দু’দলের সোমবারের ম্যাচটা ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। কেননা মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনী দু’দলেরই ছিল সমান ৭ পয়েন্ট। কিন্তু গোল গড়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে আবাহনীকে পেছনে ফেলেছিল মুক্তিযোদ্ধা। ৪ ম্যাচে এটা ঢাকা আবাহনীর দ্বিতীয় ড্র। ৮ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধারও। তবে গোল তফাতে এগিয়ে থাকায় দু’বারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা আছে শীর্ষে। চট্টগ্রাম আবাহনী আছে দ্বিতীয় অবস্থানে। ম্যাচের ১৩ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার গোলে এগিয়ে যায় ঢাকা আবাহনী (১-০)। ৪৮ মিনিটে মানিকের দর্শনীয় হেডে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা (১-১)। সোমবারের ম্যাচে ড্র করে আর প্রতিশোধ নেয়া হলো না ১১ বারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনীর। একই ভেন্যুতে আজ বিকেল ৪টায় দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মুখোমুখি হবে এই মৌসুমের ফেডারেশন কাপের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘের। ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চলতি লীগে আরামবাগ আছে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে। আর সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে ১২ দলের মধ্যে একাদশ স্থানে। এখন পর্যন্ত জয়হীন আছে তারা। সিরিজ নিশ্চিত করতে চায় ভারত স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট লুসিয়ায় আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। এ্যান্টিগার প্রথম ম্যাচে ইনিংস ও ৯২ রানের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে বিরাট কোহলির ভারত। কিংস্টনের দ্বিতীয় টেস্ট ড্র হয়। দাপট অব্যাহত রেখে এখানেও জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সফরকারীদের সিরিজ নিশ্চিত হবে। কোহলিবাহিনী তেমনটাই চাইছে। অন্যদিকে টিকে থাকতে স্বাগতিক ক্যারিবীয়দের সামনে কঠিন চ্যালেঞ্জ। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়, অথবা নিদেন ড্র করতে হবে জেসন হোল্ডারদের। গ্রস আইলেটের ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। অরভিনের সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়েতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্রেইগ অরভিন (১১৫*)। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুইয়ের সংগ্রহ ৩০৫ রান।
×