ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতিহাসের পাতায় সুইডেনের সারাহ

পানি ভয় পাওয়া পিয়েটির বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:৪০, ৯ আগস্ট ২০১৬

পানি ভয় পাওয়া পিয়েটির বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জমে উঠছে রিও অলিম্পিকের সুইমিংপুল। একের পর এক রেকর্ড ভাঙ্গা গড়ার খেলা চলছে। এই যেমন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে এবারের অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন সাঁতারু এ্যাডাম পিয়েটি। পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সবার সেরা হওয়ার পথে নিজের রেকর্ডই ভেঙেছেন ২১ বছর বয়সী এই সাঁতারু। বাংলাদেশ সময় সোমবার ভোরে ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ পদক জয় করেন পিয়েটি। এই ইভেন্টের হিটেই ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদক জয় করা দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ভ্যান ডার বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। যুক্তরাষ্ট্রের কডি মিলার ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে এই ইভেন্ট থেকে ইংল্যান্ডকে পুরুষ সাঁতারে সর্বশেষ সোনা এনে দিয়েছিলেন এ্যাড্রিয়ান মুরহাউস। এবার দীর্ঘদিনের বন্ধ্যত্ব ঘোচালেন পিয়েটি। অথচ অবাক করা বিষয়, একসময় পানি দেখলেই ভয় পেতেন টগবগে পিয়েটি। ছোটবেলায় যেতেন না পানির আশপাশে। আস্তে আস্তে জড়তা কাটলেও সাঁতারের প্রতি আকৃষ্ট হননি খুব বেশিদিন হলো। শৈশবে স্ট্যাফোর্ডশায়ারের উটোজেটার শহরের স্থানীয় সুইমিং পুলে যখন পিয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি উচ্চৈঃসরে চিৎকার করে উঠেছিলেন। যে কারণে মা বলেছিলেন, তোকে আর সাঁতরাতে হবে না। সেই ভীতু ছেলেটাই কিনা সাঁতার থেকে ব্রিটিশদের ২৮ বছরের স্বর্ণ খরা ঘোচালেন! হিটেই জানান দিয়েছিলেন, কাক্সিক্ষত স্বর্ণ জিততে চলেছেন। অবশেষে সেটাই হয়েছে। স্বর্ণ জয়ের পর সঙ্গতকারণেই উচ্ছ্বাসে ভাসছেন পিয়েটি। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। সেটা করতে পেরেছি, সাফল্যও এসেছে। খুব ভাল লাগছে স্বর্ণ জিততে পেরে। সবার সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে। পিয়েটি আরও বলেন, দীর্ঘদিনের সাধনার ফসল এ সাফল্য। আমি সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এদিকে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ পদক জিতে নিজেকে ও দেশ সুইডেনকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছেন সারাহ সোস্ট্রোম। এই ইভেন্টে নিজের গড়া রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক জিতেছেন ২২ বছর বয়সী এই সুন্দরী। যা সাঁতার থেকে সুইডেনের ইতিহাসের প্রথম অলিম্পিক স্বর্ণ। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন সাঁতারু সারাহ রৌপ্যপদক জয়ী কানাডার পেনি ওলেকসিয়াককে বেশ পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়েন। সারাহ স্বর্ণ জিততে সময় নেন ৫৫.৪৮ সেকেন্ড সময়। রাশিয়ায় এক বছর আগে ৫৫.৬৪ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড গড়েছিলেন ২২ বছর বয়সী এই সাঁতারু। ৫৬.৪৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ জয় করেন পেনি। যুক্তরাষ্ট্রের ড্যানা ভলমার ৫৬.৬৩ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।
×