ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বোনের প্রথম হার

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৬

দুই বোনের প্রথম হার

স্পোর্টস রিপোর্টার ॥ গত দেড় দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টে রাজত্ব করছেন উইলিয়ামস পরিবারের দুই মেয়ে ভেনাস ও সেরেনা। অলিম্পিকের দ্বৈতেও দুর্বার তারা। ২০০০, ২০০৮ এবং ২০১২ সালে অলিম্পিকের দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেন দুই বোন সেরেনা এবং ভেনাস উইলিয়ামস। এবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে রিও অলিম্পিকের কোর্টে নামেন তারা। কিন্তু হায়! বাংলাদেশ সময় সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। এবারই প্রথম অলিম্পিকের দ্বৈতের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন তারা। আর সেরেনা-ভেনাসকে হারিয়ে রিও অলিম্পিকের শুরুতেই চমকে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা এবং বারবোরা স্ট্রাইকোভা। চেকপ্রজাতন্ত্রের এই জুটি এদিন ৬-৩ এবং ৬-৪ সেটে রীতিমতো উড়িয়েই দেন আমেরিকার দুই বোনকে। রিও অলিম্পিকের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন সেরেনা ও ভেনাস। অন্যদিকে অবাছাই হিসেবে রিওর টিকেট কেটেছিলেন সাফারোভা-স্ট্রাইকোভা। ২২ গ্র্যান্ডসøামের মালিক সেরেনা উইলিয়ামসের বর্তমান বয়স ৩৪। আর ৩৬- কেও ছাড়িয়ে গেছেন ভেনাস। এটাই সম্ভবত তাদের শেষ অলিম্পিক! শেষ হোক বা না হোক রিও অলিম্পিকের শুরুতেই এমন পরাজয়ে দুই বোনই হতাশ। ম্যাচ শেষে ভেনাস উইলিয়ামস জানিয়েছেন তার বোন সেরেনা উইলিয়ামসকে নিয়ে এখন ইউএস ওপেনের দিকেই নজর দেবেন। তবে দ্বৈতে হারলেও মহিলা এককে জয়ের দেখা পেয়েছেন সেরেনা। অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন এদিন ৬-৪ এবং ৬-২ সেটে অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। শুধু সেরেনা উইলিয়ামসই নন, রিওতে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ফ্রান্সের এ্যালিজ কোর্নেট, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রাশিয়ার গারবিন মুগুরুজা, সভেতলনা কুজনেতসোভা এবং স্পেনের গারবিন মুগুরুজার মতো তারকারা।
×