ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘাতক সেই দেল পোত্রো!

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৬

ঘাতক সেই দেল পোত্রো!

স্পোর্টস রিপোর্টার ॥ নাদাল-ফেদেরারের পর টেনিসের উজ্জ্বল তারকা জোকোভিচ। গত কয়েক মৌসুম ধরেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই সার্বিয়ান। কিন্তু দুর্ভাগ্য নোভাক জোকোভিচের। ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিকে আলো ছড়াতে পারেননি তিনি। লন্ডনের পর রিও অলিম্পিকটাও ক্যারিয়ারের ‘দুঃখ’ হয়ে রইল তার। তবে কাকতালীয় হলেও দুটি অলিম্পিকেই জোকোভিচের ঘাতক ছিলেন হুয়ান মার্টিন দেল পোত্রো! বাংলাদেশ সময় সোমবার এই আর্জেন্টাইন তারকার কাছে হেরেই রিও অলিম্পিকের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। আকস্মিক এই পরাজয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সার্বিয়ান এই তারকা। কোর্ট থেকে বের হওয়ার সময় কেঁদেই ফেলেন জোকোভিচ। ২০০৯ সালের ইউএস ওপেন বিজয়ী দেল পোত্রো ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২) গেমে শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে জায়গা করে নেন দ্বিতীয় রাউন্ডে। দীর্ঘদিনের কব্জির ইনজুরির কারণে অবসরের দ্বারপ্রান্তে থাকা দেল পোত্রো ম্যাচ শেষে জানান, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় জয়। চার বছর আগে লন্ডন অলিম্পিকেও জোকোভিচকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন দীর্ঘদেহী এই আর্জেন্টাইন। ২০১০ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নাম্বারে ওঠার পরে দেল পোত্রোর বর্তমান অবস্থান ১৪৫তম। ২০১০ সালে প্রথমবারের মতো কব্জিতে অস্ত্রোপচারের পরে ২০১৪ ও ২০১৫ সালে পরপর দুইবার অস্ত্রোপচার হয়। এই সময়ের মধ্যে তিনি মাত্র ছয় ইভেন্টে অংশ নিতে পেরেছেন। এবার অলিম্পিকে দারুণ জয়ের পর ২৭ বছর বয়সী দেল পোত্রো বলেন, ‘গতবারের থেকেও এই জয়টা বড়। কারণ আমি জানি তিনটি অস্ত্রোপচারের পরে পুনরায় ফিরে আসাটা কতটা কঠিন। আজ আমি ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ খেলেছি।’ অথচ এদিনের শুরুটা মোটেই ভাল ছিল না দেল পোত্রোর জন্য।
×