ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারোত্তোলনে তিন দেশের হাসি-কান্নার অনুভূতি ...

প্রকাশিত: ০৬:৩৮, ৯ আগস্ট ২০১৬

ভারোত্তোলনে তিন দেশের হাসি-কান্নার অনুভূতি ...

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে ভারোত্তোলনে তিন দেশের তিন প্রতিযোগীর তিন রকম অনুভূতি হয়েছে। একজন গড়েছেন বিশ্বরেকর্ড। আরেকজনের পদকজয়ের মাধ্যমে তার দেশ দীর্ঘ ২০ বছর পর অলিম্পিকে কোন পদক জিতলো। আরেক প্রতিযোগী পদকজয়ের পরেই শুনলেন তার দাদীর মৃত্যুসংবাদ! পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণীতে বিশ্বরেকর্ড গড়েছেন চীনা ভারোত্তোলক লং কিংকুয়ান। ৩০৭ কেজি ওজন তুলে তিনি এই বিশ্বরেকর্ড গড়েন। শেষ ধাপে ক্লিন এ্যান্ড জার্কে লং উত্তোলন করেন ১৭০ কেজি। উত্তর কোরিয়ার ওম ইউন-চোল লাভ করেন রৌপ্যপদক। ওম এই ইভেন্টে গতবারের (২০১২ লন্ডন অলিম্পিক) শিরোপাধারী। ওম আগেই জানিয়েছিলেন, এটাই তার শেষ অলিম্পিকে অংশগ্রহণ। লং নিজ দেশে অনুষ্ঠিত ২০০৮ অলিম্পিকেও এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। রবিবার ৫৬ কেজি ওজন শ্রেণীতে ৩০৭ কেজি ওজন তুলে লং ভেঙ্গে দেন ১৬ বছর আগের রেকর্ড। ২০০০ সালের সিডনি অলিম্পিকে তুরস্কের হালিল মুতলু ৩০৫ কেজি ওজন তুলে আগের রেকর্ডটি গড়েছিলেন। এদিকে গত ২০ বছরের মধ্যে প্রথম কোন পদক জিতলো ফিলিপিন্স। ভারোত্তোলনে মহিলাদের ৫৩ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জেতেন দেশটির ভারোত্তোলক হিদিলিন দিয়াজ। তিনি তোলেন ২০০ কেজি ওজন। এই ইভেন্টে ২১২ কেজি তুলে চাইনিজ তাইপের সু শু-চিং স্বর্ণ এবং ১৯৯ কেজি তুলে দক্ষিণ কোরিয়ার ইউন জিন-হি লাভ করেন তাম্রপদক। উল্লেখ্য, ফিলিপিন্সের হয়ে সর্বশেষ পদক (রৌপ্য) জিতেছিলেন বক্সার মানসুয়েতো ভেলাস্কো, ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে। দিয়াজের এই সাফল্যে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো ডুটারটি।
×