ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঁতারে মার্কিনীদের প্রথম স্বর্ণ

প্রকাশিত: ০৬:৩৮, ৯ আগস্ট ২০১৬

সাঁতারে মার্কিনীদের প্রথম স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ মানুষের আয়ু ক্ষণস্থায়ী, কিন্তু তার সুকীর্তি দীর্ঘস্থায়ী। জাঁকজমকভাবে শুরু হয়েছে রিও অলিম্পিক আসর। ২৮ ক্রীড়ার মধ্যে অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হচ্ছে সাঁতার। আর এই সাঁতারেই (৪০০ মিটার ফ্রি স্টাইল) বিশ্বরেকর্ড গড়ে নিজ দেশকে এই ইভেন্টে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন ১৯ বছর বয়সী প্রমীলা তারকা সাঁতারু কেটি লিডেকি। তার টাইমিং ছিল ৩ মিনিট ৫৬ সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্যপদক জেতেন গ্রেট ব্রিটেনের জেসমিন চার্লিন (৪ মিনিট ১.২৩ সেকেন্ড)। যুক্তরাষ্ট্রের লেয়া স্মিথ জেতেন তাম্রপতক (৪ মিনিট ১.৯২ সেকেন্ড)। মজার বিষয়Ñ লিডেকি নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙ্গলেন! তারও এক বার নয়, দু’বার! এই ইভেন্টে তার আগের বিশ্বরেকর্ড টাইমিং হচ্ছেÑ ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড। অস্ট্রেলিয়ায় ২৩ আগস্ট, ২০১৪ সালে প্যান প্যাসিফিক সুইমিং চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়েছিলেন তিনি। তারও আগে ২০১৪ সালের ৯ আগস্ট ক্যালফোর্নিয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৩ মিনিট ৫৮.৮৬ সেকেন্ড সময় বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার রিও অলিম্পিকে এই ইভেন্টে হিটে অংশ নিয়েই নতুন অলিম্পিক রেকর্ডও গড়েন লিডেকি। টাইমিং ছিল ৩ মিনিট ৫৮.৭১ সেকেন্ড। এরপর চূড়ান্ত পর্বে গিয়ে আরও টাইমিং কমিয়ে ফেলেন। হয়ে যায় নতুন বিশ্বরেকর্ড। ছাপিয়ে যান নিজেকেই। শুধু তাই নয়, এ পর্যন্ত ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রি স্টাইলে এ পর্যন্ত মোট ১২টি বিশ্বরেকর্ড গড়েছেন কেটি (২০১৩ সাল থেকে)! ‘যখন স্কোর বোর্ডে দেখলাম নিজের টাইমিংটা, তখন দারুণ ভাল লাগছিল। এতদিনের পরিশ্রমটা অবশেষে স্বার্থক হলো।’ স্বর্ণ জয়ের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন লিডেকি। তার পরের ইভেন্টগুলো ২০০ মিটার ফ্রি স্টাইল এবং ৮০০ মিটার ফ্রি স্টাইল। এই ইভেন্টগুলোতে অংশ নিলে লিডেকি গড়বেন অন্যরকম আরেকটি রেকর্ড। সেটা হচ্ছে ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মহিলা সাঁতারু ডেবি মেয়াররের পর এই প্রথম ওই তিনটি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। যদি তিনটি ইভেন্টেই পদক জিততে পারেন লিডেকি, তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের তৃতীয় মহিলা সাঁতারু। তার আগে এমন কীর্তি গড়েছিলেন এমি ভ্যান ডিকেন, ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে এবং মিসি ফ্রাঙ্কলিন, ২০১২ লন্ডন অলিম্পিকে। এ পর্যন্ত বিশ্ব সাঁতারের বড়মাপের প্রতিযোগিতা থেকে (অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ) মোট ১৭ পদক জিতেছেন লিডেকি। এগুলোর ১৬টি স্বর্ণপদক! বাকি পদকটি রুপার। সেটিও এবারের রিও অলিম্পিকের (৪ গুণিতক ১০০ মিটার ফ্রি স্টাইলে)। ৩ মিনিট ৩১.৮৯ সেকেন্ড সময় নিয়ে (আমেরিকান রেকর্ড) যুক্তরাষ্ট্র রিলে এই সাঁতার দলে লিডেকি ছাড়াও ছিলেন সিমোনে ম্যানুয়েল, এ্যাবি ওয়েটজেইল এবং ডানা ভোলমার। ৩ মিনিট ৩০.৬৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতে অস্ট্রেলিয়া দল। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে টানা তিনবার ‘সুইমিং ওয়ার্ল্ড’-এর ‘ওয়ার্ল্ড সুইমার অব দ্য ইয়ার’-এর পুরস্কার পেয়েছেন কেটি। বিশ্ব খ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে কেটির বয়সই সবচেয়ে কম।
×