ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৪, ৯ আগস্ট ২০১৬

সেপটিক ট্যাঙ্কের  বিষাক্ত গ্যাসে  পাঁচজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর, ৮ আগস্ট॥ জেলার কেশবপুর সীমান্ত এলাকার সরসকাটি গ্রামে সোমবার দুপুরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্যাঙ্কের সংস্কার কাজের সময় তারা একে একে এর ভেতরে ঢুকলে অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদের মধ্যে তিনজন নির্মাণ শ্রমিক ও দুই জন প্রতিবেশী। এলাকাবাসী ও পুলিশ জানায়, কেশবপুরের সীমান্তবর্তী সরসকাটি গ্রামের ওজিয়ার মোড়লের বাড়িতে একটি পুরনো পায়খানার সেপটিক ট্যাঙ্ক পুনর্নির্মাণের সময় এর ভেতরের বিষাক্ত গ্যাসে কেশবপুরের বরনডালি গ্রামের কলিম গাজীর ছেলে রাজমিস্ত্রি ইকবাল হোসেন (৩৬) প্রথমে মারা যায়। এরপর তাকে উদ্ধার করতে একে একে আরও ৪ জন ট্যাঙ্কের ভেতরে গেলে তারাও মারা যায়। এরা হলো বরনডালি গ্রামের জলিল গাজীর ছেলে আল আমীন (২৬), খলিল গাজীর ছেলে আব্দুল হামিদ (২২), সরসকাটি গ্রামের আব্দুল আহাদ (৪৫) এবং তার পুত্র শফিকুল ইসলাম (২২)। পরে মনিরামপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
×