ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজ পোর্টাল বাংলা মেলের ৩ সাংবাদিক আটক, ৯ জনের এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

প্রকাশিত: ০৫:৪৩, ৯ আগস্ট ২০১৬

নিউজ পোর্টাল বাংলা মেলের ৩ সাংবাদিক আটক, ৯ জনের এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

স্টাফ রিপোর্টার ॥ গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। পরে প্রতিষ্ঠানটির ৯ সাংবাদিকের এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেল ২৪ ডটকমের সম্পাদকসহ ৯ সাংবাদিকের এ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তবে কী কারণে সরকার এ পদক্ষেপ নিয়েছেÑ তথ্য বিবরণীতে সে বিষয়ে কিছু বলা হয়নি। টুডেনিউজ ৭১ ডটকম নামে অখ্যাত একটি পোর্টালে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়, যা ছিল গুজব। বাংলামেল যাচাই-বাছাই না করে এ বিষয়ে রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই রাত এগারোটার দিকে র‌্যাব-৩ এর একটি দল কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাতউল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে নিয়ে যায়। র‌্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বলেন, গুজব ছড়ানোর অভিযোগে তাদের র‌্যাব কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলামেলের এক প্রতিবেদক জানান, প্রতিবেদনটি আসার পর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা সংবাদটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু বাংলামেলের উর্ধতনরা তা করেননি। জানা গেছে, বাংলামেল ২৪ ডটকম নোয়াখালীর সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের সহযোগী অনলাইন পোর্টাল। বিএনপি ছেড়ে নবম সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত এই ব্যবসায়ী পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি।
×