ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়ায় তিন ফেরিঘাট এখনও বন্ধ, পারাপারে অচলাবস্থা

প্রকাশিত: ০৫:২৮, ৯ আগস্ট ২০১৬

দৌলতদিয়ায় তিন ফেরিঘাট এখনও বন্ধ, পারাপারে অচলাবস্থা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৮ আগস্ট ॥ পদ্মা নদীর ভাঙ্গন এবং প্রবল স্রোতের কারণে দৌলতদিয়ার ৪টি ফেরিঘাটের মধ্যে ১টি ফেরিঘাট দিয়ে ছোট ফেরি এবং ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ নম্বর ঘাট দিয়ে ৬টি ছোট ফেরির মাধ্যমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১ ট্রিপে ১২০ ছোট গাড়ি পারাপার করা হয়েছে। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ২ নম্বর ফেরিঘাটটি মেরামতের কাজ সোমবার সম্পন্ন হলে রাতেই ঘাটটি চালু করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ৪ নম্বর ফেরিঘাটের এ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ জরুরীভিত্তিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ৪ নম্বর ঘাট ২-৩ দিনের মধ্যেই চালু করা সম্ভব হবে। গত ২ দিন ধরে বিকল্প পথে যানবাহন চলে যাবার পরও দৌলতদিয়া ঘাটে ৩ শতাধিক বিভিন্ন পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য গত ২ দিন ধরে অপেক্ষা করছে। তবে মাইক্রো প্রাইভেটকার এ্যাম্বুলেন্সসহ ছোট গাড়িগুলোকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না। দৌলতদিয়ার ৩টি ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে মাত্র ১টি ঘাট দিয়ে ছোট ৬টি ফেরি চলাচল করায় সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সেফহোম নামক স্থান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক এলাকা পর্যন্ত বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। নদী ভাঙ্গন এবং তীব্র স্রোতের ফলে দৌলতদিয়া ঘাটে গত এক সপ্তাহ ধরে যান পারাপারে অচলাবস্থার কারণে এ রুটে চলাচলকারী যাত্রী সাধারণ এবং পরিবহন শ্রমিকরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন।
×