ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক মাইল উঁচু ভবন!

প্রকাশিত: ০৫:২৮, ৯ আগস্ট ২০১৬

এক মাইল উঁচু ভবন!

এবার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তকমা হারাতে চলেছে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার। জাপান সম্প্রতি বুর্জ খলিফার দ্বিগুণ অর্থাৎ এক মাইল উঁচু ভবন তৈরির ঘোষণা দিয়েছে। ভবনের নাম স্কাই মাইল টাওয়ার। নেক্সট টোকিও ২০৪৫ প্রকল্পের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এই আবাসিক বাড়িটি নির্মাণ করা হবে। উপকূলবর্তী শহরগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে নগর ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনছে সেই দৃষ্টান্ত স্থাপনের জন্যই এ ভবন তৈরির পরিকল্পনা। ঠিক একটি শহরের আদলে তৈরি এ ভবনে একসঙ্গে ৫৫ হাজার মানুষ বাস করতে পারবে। তবে এ ভবনে পানি সরবরাহ কিছুটা ব্যয়বহুল হবে বলে মনে করছেন স্কাইস্ক্র্যাপার বিশেষজ্ঞরা। আবার ভূকিম্পপ্রবণ জাপানে এ ধরনের উঁচু স্থাপনা কিছুটা ঝুঁকিপূর্ণও বটে। তাই এ ভবনের মাঝ দিয়ে পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য খালি জায়গা রাখার পরামর্শ দিয়েছেন তারা। তবে এ ধরনের আশঙ্কায় কান দিচ্ছেন না স্কাই মাইল টাওয়ার প্রকল্পের সঙ্গে যুক্ত দুই প্রতিষ্ঠান। তাদের বক্তব্য, পানি, ভূমিকম্প, বায়ুপ্রবাহ, কোনকিছুই সমস্যার কারণ হবে না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি টাইফুন মোকাবিলাসহ দুর্যোগ সামলানোর সর্বোচ্চ ক্ষমতা থাকবে এই টাওয়ারে।-আর্কিটেকচারাল ডাইজেস্ট ও ডেইলি মেইল অবলম্বনে।
×