ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর স্প্যানবাহী জাহাজ মাওয়া পৌঁছেছে

প্রকাশিত: ০৫:২৭, ৯ আগস্ট ২০১৬

পদ্মা সেতুর স্প্যানবাহী জাহাজ মাওয়া পৌঁছেছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতু নির্মাণের সুপার স্ট্রাকচার (স্প্যান) বাহী জাহাজ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে পৌঁছেছে। সোমবার দুপুর ১২টার দিকে স্প্যানবাহী জাহাজ মাওয়ায় এসে পৌঁছায়। এর আগে জুলাই মাসের শেষ সপ্তাহে চীন থেকে একটি মাদার ভেসেলে করে এই সুপার স্ট্রাকচার বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। সেখান থেকে একটি লাইটার জাহাজে করে এই সুপার স্ট্রাকচার নিয়ে যাওয়া হয় মংলা বন্দরে। সেখানে কাস্টমস ক্লিয়ারেন্সের পর গত ২৯ জুন একটি বার্জে করে এই সুপার স্ট্রাকচার মাওয়ার পথে রওনা হয়ে রবিবার নিরাপদে বার্জটি মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসে পৌঁছে। এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, এই চালানে একটি স্প্যান পূরণ করার মতো স্ট্রাকচার রয়েছে। এটি দিয়ে জাজিরা প্রান্তে দুই পিলারের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে। এটি দৃশ্যমান হবে আগামী ডিসেম্বর মাসে। এভাবে পর্যায়ক্রমে একটি করে স্প্যান বসিয়ে পূর্ণাঙ্গ ব্রিজটি যথাসময়ে তার নিজের রূপ লাভ করবে। গত সপ্তাহে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের জানান, এ পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৩৭ ভাগ। সুপার স্ট্রাকচার আসা শুরু করেছে। আগামী ডিসেম্বর নাগাদ পদ্মা সেতু দৃশ্যমান হবে।
×