ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিনদিনের প্রতীকী গণছুটিতে যাচ্ছেন বিউবোর কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ০৫:২৬, ৯ আগস্ট ২০১৬

তিনদিনের প্রতীকী  গণছুটিতে যাচ্ছেন  বিউবোর  কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিউবো) রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিকট হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে তিনদিনের গণছুটিতে যাচ্ছেন বিউবো চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে ডাকা আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে তারা এই গণছুটি কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছেন। কর্মসূচীর অংশ হিসেবে সোমবার তারা নিজস্ব উর্ধতন কর্মকর্তার নিকট ছুটির আবেদন করেছেন। একইদিন নগরীর আগ্রাবাদের বিদ্যুত ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেন তারা। বিউবো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, বিউবোকে কোম্পানির হাতে তুলে দেয়া হোক আমরা সেটা চাই না। এ কারণে আমরা আন্দলনে নেমেছি। কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে আমরা আগামীকাল থেকে তিন দিনের গণছুটিতে যাচ্ছি। এটি বাস্তবায়নে আমরা সকল কর্মকর্তা-কর্মচারীর নিকট থেকে দরখাস্ত করতে বলেছি। সোমবার এই অঞ্চলের ১ হাজার ৮০০ মতো কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন করেছেন। তিনি বলেন, তিন দিনের গণছুটি কাটানোর সিদ্ধান্ত নিলেও ওই সময় আমরা অফিসে থাকব। এটা মূলত প্রতীকী প্রতিবাদ। যে কাজ না করলেই নয়, এমন জরুরী কাজগুলো গণছুটির সময় করা হবে। বিদ্যুত সঞ্চালন লাইনও সচল থাকবে। বিউবো চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিউবোর বিতরণ রাজশাহী ও রংপুর অঞ্চলকে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত হয়। শুরু থেকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুমিল্লা, সিলেট, খুলনাসহ বিউবোর সব অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। গত বৃহস্পতিবার এ নিয়ে রাজধানী ঢাকায় বিউবো শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আন্দোলনের অংশ হিসেবে ৭ আগস্ট ছিল কালো ব্যাচ ধারণ, ৮ আগস্ট হয় গেট সভা ও বিক্ষোভ মিছিল, আজ ৯ থেকে ১১ আগস্ট সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচী পালন এবং ১৩ ও ১৪ আগস্ট বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচীর ঘোষণা করে। ওই কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার থেকে গণছুটি কর্মসূচী পালন করতে যাচ্ছে।
×