ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাঁস বিক্রি-

প্রকাশিত: ০৪:২০, ৯ আগস্ট ২০১৬

হাঁস বিক্রি-

পল্লী গ্রাম থেকে কম দামে হাঁস সংগ্রহ করে রাজধানীতে এনে বেশি দামে বিক্রি করেন সবুর (ছদ্মনাম)। সব সময়ই যে তিনি হাঁসের ব্যবসা করেন তা অবশ্য নয়। কম দামে গ্রাম থেকে দেশী মুরগি এনেও বিক্রি করেন তিনি। আবার কখনও হাঁস বা মুরগির বাচ্চা নিজের বাড়িতে বড় করেন। সেগুলো বিক্রি করেন শহুরে মানুষের কাছে। তবে সময় ও সুযোগ বুঝে ব্যবসা করতে পছন্দ করেন তিনি। ছবি রাজধানীর ধানম-ি এলাকা থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×