ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিউবো চট্টগ্রাম অঞ্চলে চার শ’ মিটার রিডার নিয়োগ দিচ্ছে

প্রকাশিত: ০৪:২০, ৯ আগস্ট ২০১৬

বিউবো চট্টগ্রাম অঞ্চলে  চার শ’ মিটার রিডার  নিয়োগ দিচ্ছে

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ নিয়ম অনুযায়ী প্রতি দেড় হাজার মিটারের বিপরীতে মিটার রিডার থাকার কথা একজন। অথচ সেখানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম অঞ্চলে ৮ লাখ ২০ হাজার গ্রাহকের বিপরীতে মিটার রিডার রয়েছে মাত্র ৬৪ জন। এখানে একজন মিটার রিডার মাসে রিডিং করছেন ১২ হাজার ৮শ’ ১২টি মিটার, যা একেবারেই অসম্ভব ব্যাপার! বিগত ২০ বছর ধরে এভাবেই চলছিল বিউবো চট্টগ্রাম অঞ্চলের মিটার রিডিংয়ের কাজ। তবে এবার দীর্ঘ দিনের এই চলমান প্রক্রিয়ায় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন মিটার রিডারের ১২৩টি অনুমোদিত পদের বিপরীতে যেখানে ৫৯টি পদ খালি রেখে কার্যক্রম পরিচালনা করা হয়েছে সেখানে এখন এই পদে আরও ৪০০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে মিটার রিডার পদের এই নিয়োগের মধ্যদিয়ে ঘুচতে যাচ্ছে গ্রাহকদের দীর্ঘ দিনের ভোগান্তি। মিটার রিডার সংকটের অজুহাতে এতদিন তাদের গ্রাহকদের বাড়তি বিলের বোঝা গুনতে হতো। এখন আর এই সমস্যায় পড়বে না তারা। অভিযোগ ছিল, মিটার রিডাররা মিটার না দেখেই অনুমাননির্ভর ইউনিট বসিয়ে বিদ্যুত বিল নির্ধারণ করতেন। একটি মিটার রিডিং করার পরের কয়েক মাস আনুমানিক একটি বিল তৈরি করে দিতেন তারা। পরে গ্রাহকদের নিকট থেকে অভিযোগ এলে সেটি সমাধান করা হতো। বিউবো চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা গেছে, গত মাসে মিটার রিডার নিয়োগের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয় এ অঞ্চলে মিটার রিডারের জন্য ৪০০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। মিটার রিডিংয়ের উপর ভিত্তি করে তাদের সম্মানী দেয়া হবে। এ ক্ষেত্রে একজন মিটার রিডার জেলা পর্যায়ে হলে ১৭৫০টি মিটার রিডিং করতে পারবেন। আর উপজেলা পর্যায়ে ১৫০০ মিটার রিডিং করতে পারবেন। এ জন্য প্রতি মিটার বিপরীতে জেলা পর্যায়ে রিডিংয়ের জন্য ৩.৫ টাকা এবং বিতরণের জন্য ২.২৫ টাকা প্রদান করা হবে। অন্যদিকে উপজেলা পর্যায়ে রিডিংয়ের জন্য ৪টাকা এবং বিতরণের জন্য ৩ টাকা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা পযায়ে একজন রিডার রিডিং এবং বিলের কপি বিতরণের বিনিময়ে প্রতি মিটারের বিপরীতে ৫.৭৫ টাকা পাবেন।
×