ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর বস্তিতে মানসম্মত পানি দেবে ওয়াসা

প্রকাশিত: ০৪:২০, ৯ আগস্ট ২০১৬

রাজধানীর বস্তিতে মানসম্মত পানি দেবে ওয়াসা

ফিরোজ মান্না ॥ রাজধানীর বস্তিতে মানসম্মত পানি সরবরাহ দেয়ার জন্য প্রকল্প হাতে নিয়েছে ঢাকা ওয়াসা। ফ্রান্সের অর্থ সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন শেষ হবে ২০১৮ সালের জুনে। প্রকল্পের আওতায় রাজধানীর বিভিন্ন বস্তিতে তিন হাজার বৈধ পানির লাইন স্থাপন করা হবে। এর আগে ইউনিসেফের সহযোগিতায় মহাখালী সাততলা বস্তিতে ৩০৪টি বৈধ পানির সংযোগ দিয়েছে ঢাকা ওয়াসা। সূত্র জানিয়েছে, ঢাকা ওয়াসা সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পের আওতায় মহানগরীর পানি সরবরাহ সেবার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা। প্রকল্পে সরকার দেবে ১৬ কোটি টাকা। ফ্রান্সের সাহায্য সংস্থা এএফডি ৪৪ কোটি টাকা অনুদান দেবে। রাজধানীবাসীর নিম্ন আয়ের মানুষের পানি সরবরাহের জন্য এ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। বস্তিবাসী অবৈধভাবে ওয়াসার লাইন থেকে সংযোগ নিয়ে পানির ব্যবস্থা করে আসছে। পানির এসব সংযোগ দেয়ার সময় খুবই নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়। ফলে বস্তির মানুষ দূষিত পানি ব্যবহারে বাধ্য হচ্ছে। বস্তিতে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। অবৈধ পানি সরবরাহে জড়িত সিন্ডিকেটটি ঢাকা ওয়াসার নির্ধারিত মূল্যের ৪ থেকে ৫ গুণ বেশি অর্থ আদায় করছে। ওয়াসা রাজস্ব থেকে হচ্ছে বঞ্চিত। ঢাকা ওয়াসা বস্তি এলাকায় বৈধ পানি সংযোগের জন্য এর আগেও একটি কর্মসূচী নিয়েছিল। ওই প্রকল্পটিও চলমান রয়েছে। ইউনিসেফ, ওয়াটার এইড এবং কয়েকটি উন্নয়ন সহযোগীর সহযোগিতায় ওই কর্মসূচীর আওতায় বৈধ পানি সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ হিসাবে ৪শ’ বস্তিতে দুই হাজার ৩০০টি ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে। সায়েদাবাদ পর্যায়-৩ প্রকল্পের আওতায় ঢাকা ওয়াসার পানি সরবরাহ সেবার মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ পানি সরবরাহ করা হবে। এতে নিম্ন আয়ের এসব মানুষের পানি সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, রাজধানীতে বসবাসরত বস্তিবাসী পানি সংগ্রহ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। কখনও রাস্তার ধারের পাইপ থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, কখনও অবৈধ সংযোগ থেকে বাড়তি টাকা দিয়ে পানি নিতে হয়। এ অবস্থা থেকে তাদের মুক্ত করতে ৩ হাজার পয়েন্ট থেকে পানি সরবরাহ করা হবে রাজধানীর বস্তি এলাকাগুলোতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে বস্তিবাসীর সংখ্যা ২২ লাখ ৩২ হাজার। এর মধ্যে অর্ধেকের বেশি রাজধানীতে বসবাস করে। যারা মূলত ঝুপড়ি, টং, ছই, টিনের ঘর, আধা পাকা ভবন ও জরাজীর্ণ দালানে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। তারা সুপেয় পানি থেকেও বঞ্চিত। বস্তিতে একটি টয়লেট ব্যবহার করেন কম পক্ষে ১৫ জন। বস্তিবাসী মানুষের ৫১ শতাংশ গ্রাম থেকে কাজের সন্ধানে এসে রাজধানীতে বাস করছে। দারিদ্র্যের কারণে বস্তিতে এসেছে ২৯ শতাংশ মানুষ। এছাড়া নদী ভাঙ্গন, নিরাপত্তাহীনতা, প্রাকৃতিক দুর্যোগ এবং বিয়েবিচ্ছেদসহ নানা কারণে বস্তিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়াসা জানিয়েছে, রাজধানীর ৩শ’ বস্তিতে বৈধ পানির সংযোগ দেয়ার কাজ প্রায় শেষের পথে। মহাখালী সাততলা বস্তিতে ৩০৪টি বৈধ পানির সংযোগ দেয়া হয়েছে। এর আগে কড়াইল বস্তিতে ৪৫৬টি বৈধ পানি সংযোগের মাধ্যমে ১৫ হাজার ৬৪০ পরিবারকে সেবার আওতায় আনা হয়। বস্তিবাসীদের বৈধ পানির সংযোগ ও স্যুয়ারেজ সেবার আওতায় আনতে ওয়াসার হাতে নেয়া প্রকল্পের মাধ্যমে ৩শ’ বস্তিতে ৯৭৭টি সংযোগ দেয়ার কাজ চলছে। ইউনিসেফের সহযোগিতায় ঢাকা ওয়াসা বস্তিতে পানির সংযোগ দেয়ার প্রকল্প হাতে নেয়। বাংলাদেশে ইউনিসেফের ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিভাগ বস্তিতে পানি সরবরাহের জন্য ওয়াসার সঙ্গে যৌথভাবে কাজ করছে। ঢাকা ওয়াসা গত বছর এনজিও ফোরাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), নগর সেবা, এনডিবাস এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর সোশ্যাল এ্যাডভান্সমেন্টের (বিএএসএ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় ঢাকা ওয়াসা ইউনিসেফের আর্থিক সহযোগিতায় মহাখালীর সাততলা বস্তিতে প্রায় ৭ হাজার পরিবারকে পানির বৈধ সংযোগের আওতায় আনা হয়। কড়াইল বস্তিতে ১৫ হাজারের বেশি পরিবার ওয়াসার সেবা পাচ্ছে। বর্তমানে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসা ২০১৮ সালের মধ্যে রাজধানীর সব বস্তিতে পানির বৈধ সংযোগ দেয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যমাত্রাটি সবার সমন্বিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। ঢাকা ওয়াসা প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে চাহিদার চেয়েও উদ্বৃত্ত পানি উৎপাদনে সক্ষম হয়েছে। এটি হচ্ছে ঢাকা ওয়াসার ইতিহাসে একটি মাইলফলক। এছাড়া ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচীর মাধ্যমে ঢাকা ওয়াসা বর্তমানে একটি পরিবেশবান্ধব, টেকসই এবং গণমুখী পানি ব্যবস্থাপনার দিকে এগুচ্ছে। নিম্ন আয়ের জনগোষ্ঠীকে বৈধ পানি সরবরাহ সেবা প্রদানের ক্ষেত্রে সহায়তার জন্য তিনি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহসহ স্থানীয় বিভিন্ন এনজিওকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বস্তিবাসীদের জন্য ঢাকা ওয়াসা যে উপায়ে কাজ করে যাচ্ছে তা তৃতীয় বিশ্বের জন্য একটি ‘রোল মডেল’ বলে তিনি উল্লেখ করেন। ওয়াসা সূত্র জানিয়েছে, রাজধানীর সব বস্তিতে বৈধ পানির সংযোগের মাধ্যমে সরকারের রাজস্বও বাড়বে। দীর্ঘদিন ধরে রাজধানীর বস্তিবাসীর জন্য পানি ও স্যুয়ারেজ সেবা দেয়ার জন্য কাজ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বস্তিতে বৈধ পানির সংযোগ ও স্যুয়ারেজ লাইন স্থাপনের কাজ শুরু করা হয়েছে। কড়াইল বস্তিতে স্যুয়ারেজ লাইন স্থাপনের জন্য অল্পদিনের মধ্যে কাজ শুরু করা হবে। স্যুয়ারেজ লাইন স্থাপন হলে বস্তিবাসীর জীবন মান উন্নত হবে।
×