ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিংহাসন ত্যাগের ইঙ্গিত সম্রাট আকিহিতোর

প্রকাশিত: ০৪:১৮, ৯ আগস্ট ২০১৬

সিংহাসন ত্যাগের  ইঙ্গিত সম্রাট  আকিহিতোর

জাপানের সম্রাট আকিহিতো বলেছেন, তার বয়স ও ভগ্ন স্বাস্থ্য তার দায়িত্ব পালন কঠিন করে তুলতে পারে বলে তিনি উদ্বিগ্ন। তিনি সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা বলেন। তার বক্তব্যে সিংহাসন ত্যাগের সম্ভাবনার ইঙ্গিতই ফুটে উঠেছে। খবর এএফপি ও বিবিসির। ভাষণে আকিহিতো বলেন, রাষ্ট্রের প্রতীক হিসেবে আমি আন্তরিকতার সঙ্গে আজ পর্যন্ত যে দায়িত্ব পালন করে আসছি, তা আমার জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে আমি উদ্বিগ্ন। পূর্বে রেকর্ড করা ১০ মিনিটের বার্তায় ৮২ বছর বয়সী সম্রাট বলেন, তিনি আশা করেছিলেন, তিনি সম্রাটের দায়িত্ব কোন বাধাবিঘœ ছাড়াই পালন করে যেতে পারবেন। ১৯৮৯ সালে তার পিতা হিরোহিতো মারা যাওয়ার পর তিনি সিংহাসনে বসেন। তার হৃৎপি-ে অস্ত্রোপচার ও প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা করা হয়েছে।
×