ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণভোটে জান্তার বিজয়ে দেশ পিছিয়ে যাবে ॥ ইংলাক

প্রকাশিত: ০৪:১৭, ৯ আগস্ট ২০১৬

গণভোটে জান্তার  বিজয়ে দেশ  পিছিয়ে যাবে ॥  ইংলাক

থাইল্যান্ডে গণভোটের রায় জান্তা প্রণীত সংবিধানের পক্ষেই গেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সোমবার নতুন সংবিধানকে দেশকে পেছনের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ বলে এর সমালোচনা করেছেন। খবর এএফপির। দুবছর আগে ইংলাকের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ব্যাপকভাবে বিভক্ত দেশটিতে জান্তা শাসন চলছে। নির্বাচন কমিশনের বেসরকারী ফলাফলে দেখা যাচ্ছে সংবিধানের পক্ষে ৬১ দশমিক ৪ শতাংশ এবং বিপক্ষে ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার ভোট দিয়েছে। ভোটারের উপস্থিতি ছিল ৫৫ শতাংশেরও কম। গণভোটকে কেন্দ্র করে স্বাধীন প্রচারণা ও উন্মুক্ত বিতর্ক নিষিদ্ধ ছিল। দেশটিতে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর এ গণভোট ছিল জনমতের প্রথম পরীক্ষা। এদিকে সামাজিক মিডিয়ায় ইংলাক সিনাওয়াত্রা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি জনগণের সিদ্ধান্ত গ্রহণ করছি।
×