ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসেছে ঐতিহ্যের নৌকার হাট

প্রকাশিত: ০৪:১৫, ৯ আগস্ট ২০১৬

পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসেছে ঐতিহ্যের নৌকার হাট

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্ষা মৌসুমকে কেন্দ্র করে পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসেছে ঐতিহ্যের নৌকার হাট। জেলার হাজারো মানুষ ব্যস্ত নৌকা তৈরি ও কেনাবেচায়। তবে ফঁড়িয়া ও মহাজনদের দৌরাত্ম্য কাক্সিক্ষত লাভ পাচ্ছেন না নৌকার কারিগররা। বর্ষা মৌসুমে, নদ-নদী বেষ্টিত বরিশাল বিভাগের গ্রাম অঞ্চলে যাতায়াতে নৌকাই প্রধান বাহন। কম খরচে পণ্য পরিবহন ও যাতায়াতে এ বাহনকেই বেছে নেন মানুষজন। এবারও পিরোজপুরের স্বরূপ কাঠি উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামে বসেছে দেশের সর্ববৃহৎ নৌকার হাট। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ছোট-বড় নৌকা। সপ্তাহে শুক্র ও সোমবারে এ হাটে আসেন বরিশালের বিভিন্ন এলাকার মানুষ। দিন দিন চাহিদা বাড়ায় জেলার স্বরূপকাঠি, নাজিরপুর ও কাউখালী উপজেলার মানুষেরা, নৌকা তৈরিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। কিন্তু বেচাকেনা ভাল হলেও আর্থিক সামর্থ্য না থাকায় ফঁড়িয়াদের কবলে পড়ে ভাগ্য বদল হচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে, মহাজন ও ফঁড়িয়াদের দৌরাত্ম্য কমাতে, নৌকার কারিগরদের সহজ শর্তে ঋণ দেয়ার কথা জানালেন পিরোজপুর বিসিক উপ-ব্যবস্থাপক হাজরা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘যারা এই কাজে জড়িত তারা যদি বিসিকে আবেদন করে তাহলে তাদের ঋণ দেয়া হবে। আর যারা বলছে বিসিক ঋণ দিচ্ছে না সেটি সম্পূর্ণ মিথ্যা।
×