ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিজাল ব্যাংককে সান্ত্বনা দিল তাইওয়ানের ইন্স্যুরেন্স কোম্পানি

প্রকাশিত: ০৪:১৫, ৯ আগস্ট ২০১৬

রিজাল ব্যাংককে সান্ত্বনা দিল তাইওয়ানের ইন্স্যুরেন্স কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জরিমানা ঘোষণার পর রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে (আরসিবিসি) সান্ত¡না দিল তাইওয়ান ইন্সুরেন্স কোম্পানি ক্যাথে লাইফ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিমানা ঘোষণা সত্ত্বেও তারা রিজাল ব্যাংককে সহায়তা করে যাবে। খবর রয়টার্সের। রিজাল ব্যাংকের আংশিক মালিকানা রয়েছে এই ইন্স্যুরেন্সের। এটি তাইওয়ানের ক্যাথে ফিন্যান্সিয়াল হোল্ডিং কো. লিমিটেডেরও একটি ইউনিট। গত শুক্রবার রিজাল ব্যাংককে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার গত ফেব্রুয়ারিতে চুরি করে হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। এ ক্ষেত্রে ব্যাংকটির দোষ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানার ঘোষণা দেয়া হয়। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানায়, দেশটির কোন ব্যাংককে এর আগে এত বেশি পরিমাণ (১০০ কোটি পেসো) জরিমানা করা হয়নি। পৃথক বিবৃতিতে আরসিবিসি বলেছে, তারা এক বছরে দুই কিস্তিতে এই জরিমানা পরিশোধ করবে। এ ঘটনার দুইদিন পর তাইওয়ান কোম্পানি ক্যাথে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে আবারও সান্ত¡না দেয়া হলো। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র ড্যানিলে টেং সোমবার জানিয়েছেন, আরসিবিসিতে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় ব্যাংক যে জরিমানা ঘোষণা করেছে- তা পরিশোধে তার ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট টিমকে সর্বাত্মক সহযোগিতা করবে।
×