ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়

প্রকাশিত: ০৪:১৪, ৯ আগস্ট ২০১৬

টেকনাফে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ টেকনাফ স্থলবন্দর কাস্টমস কর্মকর্তারা ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়ে চমক সৃষ্টি করেছে। ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম জুলাই মাসে সব মিলে দায়িত্বরত কাস্টম কর্মকর্তাগণ সর্বমোট রাজস্ব আদায় করেছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬৯ হাজার ৩০১ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড ২০১৬-২০১৭ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে মাসিক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ২ কোটি ৭২ লক্ষ টাকা। টেকনাফ কাস্টমস সূত্রে জানা যায়, এনবিআরের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৭৬টি বিল অব এন্ট্রির মাধ্যমে শুধু কাস্টমস খাতেই রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৩০ লক্ষ ২৩ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৮ লক্ষ ২৩ হাজার টাকা বেশি। অন্য খাতসহ মিলে ১ কোটি ৫২ লক্ষ ৬৯ হাজার ৩০১ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ঈদ-উল-ফিতরের বন্ধ, অতি বর্ষণ ও বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আমদানিকারক এবং ব্যবসায়ীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে বলে কাস্টম সূত্রে জানা গেছে। জুলাই মাসে টেকনাফ স্থলবন্দর দিয়ে ১৮ কোটি ১৬ লক্ষ ৮৯ হাজার ২৫৫ টাকা মূল্যের পণ্য মিয়ানমার থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। তারমধ্যে ১৭ কোটি ৮৯ লক্ষ ৭৯ হাজার ১২৬ টাকা মূল্যের পণ্য শুল্কযুক্ত এবং ২৭ লক্ষ ১০ হাজার ১২৯ টাকা মূল্যের পণ্য শুল্কমুক্ত। জুলাই মাসে ২৩টি চালানে ৭৪ লক্ষ ৬৬ হাজার ৪৭৭ টাকা মূল্যের বাংলাদেশী ২৬ আইটেমের পণ্য টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে রফতানি হয়েছে। তাছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাই মাসে শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোর দিয়ে মিয়ানমার থেকে ৩৪৯টি গরু এবং ১ হাজার ৪২টি মহিষ আমদানি করা হয়েছে। প্রতিটি গবাদি পশু থেকে ৫শ’ টাকা হারে সরকার এখাতে ৬৯ লক্ষ ৫৫ হাজার টাকা রাজস্ব আয় করেছে। অন্যদিকে টেকনাফ স্থলবন্দরে রয়েছে মিয়ানমারের সঙ্গে বহির্গমণ ইমিগ্রেশন পয়েন্ট। উক্ত পয়েন্ট দিয়ে জুলাই মাসে ৪১২ জন বাংলাদেশী নাগরিক মিয়ানমারে ভ্রমণ করেন। জনপ্রতি ৮শ’ টাকা হিসেবে সরকার এখাতে রাজস্ব আয় করেছে ৩ লক্ষ ২৯ হাজার ৬শ’ টাকা। উল্লেখ্য, টেকনাফ স্থলবন্দরটি দেশের অন্যতম সম্ভাবনাময় পয়েন্ট। আমদানি-রফতানি পণ্যের তালিকায় নিত্য নতুন যুক্ত হচ্ছে নতুন নতুন আইটেম। স্বল্প পরিসরের হলেও প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে জাতীয় রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তবে এখানে বিরাজমান বহুমুখী সমস্যার সমাধান হয়নি। শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরের কোন ধরনের উন্নয়ন হয়নি। সম্ভাবনাময় টেকনাফ স্থলবন্দর ব্যবহারকারীদের এবং বন্দরের সমস্যাগুলো নিরসন করা হলে ব্যবসায়ীগণ আরও উৎসাহী হওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে এমনটি জানিয়েছেন আমদানিকারকগণ।
×