ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ৯ আগস্ট ২০১৬

টুকরো খবর

নেতাদের মতামত না নেয়ায় প্রধান শিক্ষককে পিটুনি নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ আগস্ট ॥ আওয়ামী লীগ নেতাদের মতামত না নিয়ে স্কুল পরিচালনা পর্ষদের কমিটি জমা দেয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়েছে ইবি ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগের ক্যাডাররা। সোমবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলটির প্রধান শিক্ষক শামসুল আলমের ওপর হকিস্টিক দিয়ে এ হামলা হয়। এতে তিনি আহত হন। শুধু তাই নয়, মারপিটের পর তাকে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রেখে আপোস করার জন্য চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধান শিক্ষক শামসুল আলম অভিযোগ করেন, কয়েক দিন আগে স্কুলের পরিচালনা পর্ষদের নতুন কমিটি অনুমোদনের জন্য উপজেলায় জমা দেয়া হয়। রবিবার বিকেলে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা মোবাইল ফোনে কমিটি গঠন করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মতামত নেয়া হয়েছিল কি-না, জানতে চান। প্রধান শিক্ষক তাকে বলেন, মতামত নেয়া হয়নি। জবাবে আতাউর রহমান আতা তাকে রাজাকার বলেন। তিনি প্রতিবাদ করলে আতা ফোন কেটে দেন। এ ঘটনার পর সোমবার সকালে সাদ্দাম হোসেন, জিল্লুর রহমান, আনিসসহ আরও তিন থেকে চারজন স্কুলে চড়াও হয়। তারা প্রধান শিক্ষককে হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়। হামলাকারীরা এ সময় বলতে থাকে, আতা ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস কেন? পরে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। প্রধান শিক্ষক আরও বলেন, একাত্তরে রাজাকার ও পাক আর্মিরা আমার দাদা ও নানাকে হত্যা করেছে। তাহলে আমি রাজাকার হলাম কিভাবে? ক্ষতিকর বোমা মেশিন বন্ধের সিদ্ধান্ত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বার বার অভিযানের পরও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করা নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। এতে পরিবেশ ধ্বংসকারী বোমা মেশিন দিয়ে যে কোন মূল্যে পাথর উত্তোলন বন্ধ করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় পঞ্চগড় জেলার জনপ্রতিনিধি, বিশিষ্টজন, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, পাথর বালি ব্যবসায়ী, বোমা মেশিন কারখানা মালিক শ্রমিকরা বোমা মেশিন বন্ধ করার জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা বোমা মেশিন বন্ধের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেয়। শিক্ষকের বরখাস্ত দাবি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ আগস্ট ॥ রাণীনগরে ওসমান গনি নামে স্কুল শিক্ষক তার বিবাহিতা ছাত্রী সুইটি বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুলের প্রধান শিক্ষক বরাবর শিক্ষার্থী ও অভিভাবকরা পৃথক পৃথক লিখিত অভিযোগ দাখিল করে। স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের দাবিতে ফুঁসে উঠেছে। পালিয়ে যাবার পাঁচ দিন পর রবিবার রাতে সাইদুরের চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে নববধূ সুইটি বেগম ও শিক্ষক ওসমান গনিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, শিম্বা গ্রামের ওসমান গনি দীর্ঘদিন ধরে উপজেলার বিল পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ওই স্কুলের ছাত্রী বিল পালশা-কৃষ্ণপুর গ্রামের ফেরদৌস আলীর মেয়ে সুইটি বেগম ২০১৫ সালে এসএসসি পাস করে বের হয়ে যাওয়ার পর গত ৮ জুলাই তার বিয়ে হয় করজগ্রামের প্রবাসী সাইদুর রহমানের সঙ্গে। কিন্তু বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় ২ আগস্ট সুইটি বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন শিক্ষক ওসমান গনি। সাইদুর রহমান জানান, ওইদিন তার নববধূ তিন লাখ টাকা এবং পৌনে চার ভরি ওজনের গহনা নিয়ে দুপুরে ওই শিক্ষক ওসমান গনির সঙ্গে পালিয়ে যায়। চবিতে তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের সাইফুদ্দিন খালেদ বান্না, একই বিভাগের মোঃ শওকত আলী, ইতিহাস বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মোঃ রাকিবুল হাসান। তাদের প্রত্যেককে সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ এ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় দুই মাসের জন্য বহিষ্কার করা হয়। এ বিষয়ে চবি প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী বলেন, রকিব কামালকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে ইয়াবা বহনকারী দুজনকে। সোমবার সকালে চান্দগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করে। সিএমপি সূত্রে জানানো হয়, কক্সবাজার থেকে আসা এ ট্রাকটি অবস্থান করছিল সড়কের পাশে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ট্রাকটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ট্রাকের নিচে আটকানো অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা একটি বক্সে পাওয়া যায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ সংক্রান্তে মোঃ জাহেদ (১৯) ও মে রাব্বি (২১) নামের দুজনকে আটক করে পুলিশ। শিল্পপতি বিজয় কৃষ্ণকে হত্যার হুমকি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অমৃত লাল দে কোম্পানির পরিচালক শিল্পপতি বিজয় কৃষ্ণ দে কে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, সকালে অফিসের নিরাপত্তাকর্মীরা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা চিঠিটি উদ্ধার করেন। চিঠিতে লেখা রয়েছে ‘বিজয় বাবু আপনি বিড়ির দাম বাড়িয়েছেন, সরকার শুল্ক বাড়িয়েছে, তামাকের দাম বেড়েছে, কাগজের দাম বেড়েছে ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে কিন্তু বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াননি। আশা করি কোরবানি ঈদের পর মজুরি বাড়াইয়া দিবেন নচেৎ আপনার অবস্থা দেশের হিন্দু পুরোহিতদের মতোই হইবে। আমরা জঙ্গী নই। আমরা সাধারণ বিড়ি শ্রমিক। সাবধান! আমাদের ঠকাইবেন না। আমাদের ক্ষমতা অনেক। ভুল করিবেন না শ্মশান হবে।’ ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, বিষয়টি গুরুতসহ তদন্ত করা হচ্ছে। বেশি জিডি থানাকে পুরস্কার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘থানায় জিডি করতে টাকা লাগবে না, বেশি জিডি করা থানাকে পুরস্কৃত করা হবে।’ মানুষের দুর্ভোগ লাঘবে এ ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। রবিবার তার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ঘোষণাটি দেন। মতবিনিময়ে অংশ নেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, সহসভাপতি রাসেল মাহমুদ, সাংবাদিক আলী আকবর, শহীদ-ই-হাসান তুহিন, সোনিয়া হাবিব লাবনী প্রমুখ। এতে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। মদ পানে দুই বন্ধুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পান করে ২ জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু। নিহতরা হলেন- দাউদপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অমূল্য চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (৪২) ও মালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল বাতেন (৪৬)। এলাকাবাসী জানায়, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের রেজিনা হোমিও হল থেকে রবিবার সকালে দুই বন্ধু এ্যালকোহল কিনে নিয়ে যায়। পরে তারা দুজনেই ওই এ্যালকোহল পান করে। এরপর দু’জনই অসুস্থ বোধ করলেও পরিবারের সদস্যরা তেমন গুরুত্ব দেয়নি। রাত ১২টার দিকে কৃষ্ণ চন্দ্র রায় ও সাড়ে ১২টার দিকে আব্দুল বাতেন মারা যায়। ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ আগস্ট ॥ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের হস্তক্ষেপে সোমবার এক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। জানা যায়, উপজেলার লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ঠুমনিয়া উকিলটলা গ্রামের জগদিশ চন্দ্র সিংহের কন্যা শিমু রানীর (১৫) সঙ্গে একই উপজেলার দক্ষিণ পাড়িয়া গ্রামের বিশু গ্রামের পুত্র সুপেন চন্দ্র সিংহের (২১) বিয়ে ঠিক হয়। সোমবার কনের বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে তিন শতাধিক লোকজনকে আপ্যায়ন করা হয়। চায়না নাগরিকসহ মৃত দু’জনের ময়নাতদন্ত সম্পন্ন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলায় বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির একটি পুরাতন পল্টুন নিলাম দরপত্র গ্রহণের পর দেখতে গিয়ে গ্যাস বিষক্রিয়ায় চায়না নাগরিকসহ নিহত দুই জনের ময়নাতদন্ত সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। বাগেরহাট সিভিল সার্জন অরুন কুমার ম-লসহ ৫ সদস্যের টিম এ ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। ময়নাতদন্ত শেষে বাগেরহাট সদর হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে মৃতদেহ দুটি নিয়ে যাওয়া হয়। তবে চায়না নাগরিকের ঝেং সং-এর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে দেশে নেয়া হবে।
×