ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়কে নিহত সাত

প্রকাশিত: ০৪:০৪, ৯ আগস্ট ২০১৬

সড়কে নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে দুই শিশুসহ নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে ২৬ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্যের শিশুপুত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাথী আহমেদ (৪)। সে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ষোলোঘর এলাকার খালিদ হাসানের ছেলে। খালিদ হাসান সেনাসদস্য। এই দুর্ঘটনায় শিশুর মা সোমা বেগম গুরুত্বর আহত হয়েছেন। মির্জাপুর ॥ ট্রাকের চাপায় অয়ন সরকার মান্না (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকরপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। অয়ন সরকার থলপাড়া (বৈলানপুর) গ্রামের হরিদাস সরকারের ছেলে এবং ফতেপুর বাদ্যকরপাড়া ব্র্যাক স্কুলের প্রি-প্রাইমারী শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। সকালে অয়ন তার দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল। সান্তাহার ॥ সান্তাহার-বগুড়ার আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে আফজাল হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। জানা গেছে, রাত আটটার দিকে উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন মোটরসাইকেলে সান্তাহার যাচ্ছিলেন। ডালম্বা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। পটিয়া ॥ বাসচাপায় চট্টগ্রামের পটিয়ায় রেহানা আকতার (২৪) নামের এক স্কুলশিক্ষিকা আহত হয়েছেন। তিনি উপজেলার কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে ব্যারিকেড দিলে দূরপাল্লার গাড়ির যাত্রীরা দুর্ভোগে পড়ে। সীতাকু-, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) যুবকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে সেইফ লাইনের আরও ৫ যাত্রী। সোমবার বিকেল ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট ॥ আদিতমারী উপজেলায় জাতীয় মহাসড়কের যুগীটারী গ্রামে সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহীবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৪৬) ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে মারা যান। যাত্রীবাহী বাসটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে ধানক্ষেতে উল্টে যায়। এতে বাসের ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। রাজশাহী ॥ নগরীর তালাইমারী এলাকায় বিশ^বিদ্যালয় ছাত্র পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শিমুল হোসেন (২২)। তিনি নগরীর মির্জাপুর পূর্বপাড়া এলাকার বাবলু কসাইয়ের ছেলে। মতিহার থানার ওসি জানান, সোমবার বিকেল ৫টার দিকে শিমুল ও তার সহযোগী ঈশা মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় তালাইমারী এলাকায় বাসটি তাদের সাইড থেকে ধাক্কা দেয়। এতে তারা দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। নরসিংদী ॥ দ্রুতগামী ট্রাকের চাপায় হোন্ডা মিস্ত্রী মোক্তার হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংকের সামনে সোমবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
×