ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীরউত্তম হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ০৪:০৩, ৯ আগস্ট ২০১৬

বীরউত্তম হাবিবুর  রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ রাষ্ট্রীয় মর্যাদায় বীরউত্তম হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশের দুটি পৃথক চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মরদেহ ঈদগাহ মাঠে আনা হলে সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, চৌধুরী আফজাল হোসেন নিছার, জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোরায়রাহসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
×