ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ৩২ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ০৪:০৩, ৯ আগস্ট ২০১৬

গোপালগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ৩২ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৮ আগস্ট ॥ সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শহরের কোর্ট-মসজিদ মাদ্রাসা ও এতিমখানার ৩২ শিক্ষার্থী। সোমবার সকালের খাবার শেষ করার কিছুক্ষণ পর থেকে একে একে শিক্ষার্থীদের পেটের পীড়া শুরু হলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জানা যায়, শহরের কোমর উদ্দিন খান পোস্ট অফিস মোড় এলাকার ‘রোমাঞ্চ খাবার ঘর’ হোটেল থেকে ১শ’ ২৫ প্যাকেট ডিম-খিচুড়ি কিনে ওই এতিমখানার শিশুদের জন্য পাঠান; যা খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শেখ আব্দুল্লাহ আল-মাহমুদ বলেছেন, ফুড-পয়জন থেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে ধারণা হচ্ছে।
×