ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচিত সাত খুন মামলায় ৫ পুলিশের সাক্ষ্য

প্রকাশিত: ০৪:০২, ৯ আগস্ট ২০১৬

আলোচিত সাত  খুন মামলায় ৫ পুলিশের সাক্ষ্য

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ আগস্ট ॥ আলোচিত সাত খুনের দুটি মামলায় নতুন করে আরও পাঁচ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৬ আগস্ট ধার্য করেছেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সকাল সাড়ে নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত তৎকালীন সময়ে দেশের বিভিন্ন থানায় পুলিশ বিভাগে কর্মরত এএসআই সাইদুল ইসলাম, এএসআই এনায়েত হোসেন, এএসআই কানাই লাল চক্রবর্তী, এসআই আবদুর রাজ্জাক এবং এএসআই নুরুল আমিনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১৬ আগস্ট ধার্য করেন। তিনি আরও জানান, সাক্ষ্য প্রদানকারী এই পাঁচ পুলিশ কর্মকর্তা সাত খুনের ঘটনার পর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসামিদের গ্রেফতারের পর তাদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় শনাক্তসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় মোট ১২৭ সাক্ষীর মধ্যে উপস্থিত ১০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ১০ সাক্ষী বিদেশে ও দুজন মৃত্যুবরণ করেছে এবং কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি।
×