ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাট পচানোর আধুনিক প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক

প্রকাশিত: ০৪:০২, ৯ আগস্ট ২০১৬

পাট পচানোর আধুনিক প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পাট পচানোর ‘আধুনিক ও উন্নত প্রযুক্তি’ রিবোন রেটিং ব্যবহার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যশোরের কৃষকরা। সরকার থেকে বিনামূল্যে এ জেলায় এক হাজার ৫৩০টি রিবোনার মেশিন দিলেও কৃষকরা তা ফেলে রেখেছেন রান্নাঘরে কিংবা গোয়াল ঘরে। আর কৃষকরা পাট পচাচ্ছে পুরাতন বা সনাতন পদ্ধতিতে পানিতে জাগ দিয়ে। বিষয়টি স্বীকারও করেছে খোদ কৃষি কর্মকর্তারাই। তাদের ভাষ্য, এটা ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ হওয়ায় কৃষক গ্রহণ করছে না। তাই এটার আধুনিকীকরণের চেষ্টা চলছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্র মতে, কাঁচা পাট থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে কম পানিতে গর্ত খুঁড়ে জাগ দেয়ার পদ্ধতি গ্রহণের জন্য সরকার ২০১০ সালে উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে যশোরের ৮ উপজেলায় ৮শ’ এবং ২০১১ সালে ৭শ’ ৩০টি ‘রিবোনার মেশিন’ বিনামূল্যে প্রদান করা হয়। একই সঙ্গে এ পদ্ধতি ব্যবহারের জন্য ৭৮ হাজার কৃষককে সরকার জন প্রতি ২শ’ টাকা করে এক কোটি ৫৬ লাখ টাকা প্রদান করে। একই সঙ্গে কৃষকদের প্রশিক্ষণও দেয়া হয়। কিন্তু প্রথম দিকে কিছু কিছু মেশিন ব্যবহার করা হলেও এখন আরও কমে গেছে। রিবোনার যন্ত্রটি কৃষক বাড়িতে ফেলে রেখেছে। যশোর সদরের তফসীডাঙ্গা গ্রামে সরেজমিনে দেখা গেছে, এ গ্রামে অধিকাংশ কৃষক আগের পদ্ধতিতে পাট পচাচ্ছে। রিবোনার মেশিন দিয়ে আঁশ ছাড়িয়ে পাট পচানো অত্যন্ত ঝামেলা এবং খরচ বেশি হওয়ায় তারা এ পদ্ধতি গ্রহণ করেনি।
×