ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুমতির ভাঙ্গনে ২৫ বাড়ি বিলীন

প্রকাশিত: ০৪:০২, ৯ আগস্ট ২০১৬

মধুমতির ভাঙ্গনে  ২৫ বাড়ি বিলীন

স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বন্যার পানির স্রোতে চিতলমারী উপজেলায় মধুমতি নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। নদী ভাঙ্গনে প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি। গত ৪ দিনে কমপক্ষে ২৫টি বসতবাড়ি, ৫০ বিঘা জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রাম লাগোয়া মধুমতি নদীর করাল স্রোতে ভাঙ্গনের কবলে পড়ে অন্তত ৫ শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। ক্ষতিগ্রস্তরা পরিবার পৈত্রিক ভিটাবাড়ি হারিয়ে অন্যত্র চলে যাচ্ছে। আবার কেউ-কেউ অন্যের জমিতে বা রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তরা ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। এছাড়া মধুমতি নদীর পাড় দিয়ে বয়ে যাওয়া মোল্লাহাট ও চিতলমারী উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তাটিও ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি বিলীন হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে। নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো বিধবা শরীফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, কয়েক দিনের মধ্যেই মা-বাবা, দাদির কবরসহ ৫০টি কবর ও দামী দামী গাছপালা এবং জায়গা-জমি সব হারিয়েছি নদী ভাঙ্গনে। বর্তমানে অন্যের বাড়িতে থাকি।
×