ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়ের সার্টিফাইড কপি পেয়েই তারেককে ফিরিয়ে আনার ব্যবস্থা করব ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৪, ৮ আগস্ট ২০১৬

রায়ের সার্টিফাইড কপি পেয়েই তারেককে ফিরিয়ে আনার ব্যবস্থা করব ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দুর্নীতি মামলায় সাজা পাওয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে রায়ের (সার্টিফাইড কপি) সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরই ব্যবস্থা নেয়া হবে। জঙ্গী সংক্রান্ত মামলা তদারকিতে সেল গঠনের দরকার নেই। পেট্রোলবোমা সন্ত্রাস মামলায় পুলিশের প্রতিবেদন যখন আদালতে যায় সেটার বিচার হচ্ছে কিনা তা মন্ত্রণালয় মনিটরিং করবে। সেটা আমরা কোন এক কারণে খুব বেশি প্রচার করিনি। রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নতুন রেজিস্ট্রি ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তবে আইন মন্ত্রণালয়ের পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, ২০১৫ সাল পযন্ত পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার বিচারের জন্য সন্ত্রাস দমন আইনে করা মামলা তদারকির সেল গঠন করা হয়েছে তা পরিচালনায় গঠিত বিশেষ সেল কাজও শুরু করেছে। বর্তমান সময়ে আবার নতুন করে সেল গঠন করার দরকার নেই। তিনি আরও বলেন, ডিসির কনফারেন্সে বলেছি, সারাদেশে পেট্রোল সন্ত্রাসের বিচারের জন্য একটি সেল গঠন করা হয়েছে। এটা আপনারা জানেন, এ রকম একটা সেল আছে। জঙ্গীদের মামলায় প্রসিকিউশন যদি সঠিক তথ্য না দেয় তা হলে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মন্ত্রী এর আগে ধানম-ি, পল্লবী এবং শ্যামপুর অঞ্চলের জন্য নতুন তিনটি রেজিস্ট্রার অফিস উদ্বোধন করেন।
×