ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়িওয়ালা সাজিয়ে ঋণ

ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৩, ৮ আগস্ট ২০১৬

 ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তা গ্রেফতার

বিডিনিউজ ॥ ডেভেলপার কোম্পানির সঙ্গে যোগসাজশে আরেকজনকে বাড়িওয়ালা সাজিয়ে ঋণের নামে ১২ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেয়ায় ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রেফতারকৃতরা হলেন- ইসলামী ব্যাংকের বংশাল শাখার সাবেক ইনভেস্টমেন্ট ইনচার্জ (বর্তমানে চাকরিচ্যুত) মোঃ শামছুদ্দিন, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ ইনামুল হক এবং মেসার্স থ্রি স্টার এ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক এম এ মান্নান। রাজধানীর সেগুনবাগিচা থেকে রবিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য জানান। তিনি বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে দেড় কাঠা একটি জমির মালিক আলী হোসেন গতবছর জমিতে একটি ছয়তলা ভবন নির্মাণের জন্য ডেভেলপার কোম্পানি স্কাই লাইন লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। পরে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আল ফাত্তাহ হাবিবুল্লাহ ও এম এ মান্নান অন্য এক ব্যক্তিকে আলী হোসেন সাজিয়ে তার সই জাল করে দলিল তৈরি করেন। এরপর ইসলামী ব্যাংকের এই দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তাদের সহযোগিতায় ব্যাংকের বংশাল শাখা থেকে মোট ১২ কোটি ১৩ লাখ ৩৭ হজার টাকা উত্তোলন ও আত্মসাত করেন। এই ঘটনার অনুসন্ধান শেষে গত ২১ জুন বংশাল থানায় দুদক মামলা করে। মামলার অপর আসামি আল ফাত্তাহ হাবিবুল্লাহকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
×