ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় এমপি সেলিম ওসমানের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

প্রকাশিত: ০৮:১৭, ৮ আগস্ট ২০১৬

শিক্ষক লাঞ্ছিতের  ঘটনায় এমপি  সেলিম ওসমানের  সংশ্লিষ্টতা পায়নি  পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ নারায়াণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় নির্দেশদাতা হিসেবে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের কোন প্রকার সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ ঘটনায় হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। শ্যামল কান্তিকে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু রবিবার আদালতে যে প্রতিবেদন দাখিল করেন তাতে ঐ ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ আগামী ১০ আগস্ট এ প্রতিবেদনের বিষয়ে আদেশ দেবে। মামলা স্থগিত ॥ এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।
×