ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ প্রতিরোধে মায়েদের আরও সচেতন হওয়ার তাগিদ

প্রকাশিত: ০৮:০৮, ৮ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ প্রতিরোধে মায়েদের আরও সচেতন হওয়ার তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মায়েদের আরও সচেতন হতে হবে। মা-ই পারেন সন্তানকে জঙ্গীবাদ থেকে দূরে রাখতে। সন্তানকে জঙ্গীমুক্ত রাখতে মায়ের ভূমিকাই মুখ্য। এক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদেরকেও মায়ের মতোই ভূমিকা পালন করতে হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ‘আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার’ লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশ নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সন্তান যাতে জঙ্গীবাদে জড়িয়ে না পড়ে সেজন্য পিতা-মাতাকে ভূমিকা রাখতে হবে। প্রতিটি পরিবারকে আরও সচেতন হয়ে উঠতে হবে। পারিবারিক বন্ধন হতে হবে আর সুদৃঢ়। সাম্প্রতিক সময়ে জঙ্গী হামলার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে কোন আইএস নেই, যা ঘটছে তা বিএনপি ও জামায়াতের কাজ।
×